ঢাকা অফিস।।
তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা সেলিমা হুদা বলেছেন, ‘তৃণমূল বিএনপি আমার প্রয়াত পিতা নাজমুল হুদার স্বপ্ন ছিল। গত ১৬ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপি নিবন্ধন পাওয়ার তিনদিন পর তিনি ইন্তেকাল করেন। আমার পিতার মধ্যে ছিল দেশপ্রেম। আমি তার কন্যা হিসেবে গর্ববোধ করি।’
আজ মঙ্গলবার তৃণমূল বিএনপির প্রথম সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়।
অন্তরা সেলিমা হুদা বলেন, ‘আমার পিতা বিএনপির মন্ত্রিপরিষদে থাকা অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা দিয়েছিলেন। সেদিন যদি সেই ফর্মুলাকে গুরুত্ব দেওয়া হতো, তাহলে দেশের রাজনীতি আজ সহিংস হয়ে উঠত না।’
সম্মেলনে তৃণমূল বিএনপিতে যোগ দেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা (বহিষ্কৃত) তৈমুর আলম খন্দকার। এ সময় তাদেরকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা সেলিমা হুদা।
তৃণমূল বিএনপিতে তাদের যোগদানের বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘তাদের বলিষ্ঠ নেতৃত্বে দল আরও গতিশীল হবে।’
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলডিপির চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, প্রগতিশীল ন্যাপের আহ্বায়ক পরশ ভাসানী প্রমুখ।
গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলমের সই করা এক প্রজ্ঞাপনে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়া হয়। নিবন্ধন পাওয়ার তিনদিনের মাথায় মারা যান দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। গত ৬ মে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তার মেয়ে অন্তরা সেলিমা হুদা।