স্পোর্টস রিপোর্টার।।
আগামী ২৩শে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে হাংজু এশিয়ান গেমসের। তার আগে গতকাল শুরু হয়েছে ফুটবল। বাংলাদেশ ফুটবল দল মাঠে নামবে আজ। প্রথম ম্যাচে বাংলাদেশ অলিম্পিক দলের প্রতিপক্ষ মিয়ানমার। হাংজুর জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে এই ম্যাচ। গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ চীন ও ভারত। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২১ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ স্বাগতিক চীনের বিপক্ষে ২৪ সেপ্টেম্বর।
২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনু্ষি্ঠত এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ প্রথমবারের মতো গ্রুপপর্ব টপকিয়ে শেষ ষোলতে উঠেছিল। এবার দ্বিতীয় রাউন্ডে ওঠার চ্যালেঞ্জ নিয়েই আজ মাঠের লড়াই শুরু করবে বাংলাদেশ ফুটবল দল।
গত শনিবার হাংজুতে পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল। পরদিন আমেরিকা প্রবাসী নারী বক্সার জিনাত ফেরদৌস চীনে পৌঁছান। সোমবার গেছে নারী ক্রিকেট দল।
রাতে নারী ফুটবল দল ছাড়াও চীনের ফ্লাইট ধরেছে জাতীয় হকি এবং শুটিং দল। বাংলাদেশের প্রায় আড়াই শতাধিক ক্রীড়াবিদের বহর বিভিন্ন ভাগে হাংজুতে যাচ্ছেন।