৮৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংকের দুই কর্মকর্তা বরখাস্ত

89
Spread the love

স্টাফ রিপোর্টার।।
ভুয়া এলসি খুলে ৮৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংক লিমিটেডের খুলনার শামস বিল্ডিং শাখার দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিজ ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় করা তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের বরখাস্ত করা হয়েছে। তারা হলেন—ব্যাংকটির ওই শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জাকির ইবনে বারাক এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুরাদ হােসেন।

তাদের সাময়িক বরখাস্তের বিষয়টি রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে নিশ্চিত করেছেন রূপালী ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রধান ও জেনারেল ম্যানেজার তাজউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ডিজিএম জাকির ইবনে বারাক ও ফরেন এক্সচেঞ্জ-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুরাদ হােসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কয়েকদিন আগে তাদের ওই শাখা থেকে সরিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। এরই মধ্যে ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় তাদের বরখাস্ত করা হয়েছে। তাদের কাছ থেকে টাকা উদ্ধারের জন্য সব ধরনের ব্যবস্থা নেবো আমরা।’

রূপালী ব্যাংকের শামস বিল্ডিং শাখার বর্তমান উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বিলকিস বেগম বলেন, ‘ব্যাংকের বৈদেশিক ঋণ শাখায় অনিয়ম ধরা পড়ায় প্রধান কার্যালয় থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সুপারিশের ভিত্তিতে ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

কীভাবে এত টাকা আত্মসাৎ করা হয়েছে জানতে চাইলে রূপালী ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হােসেন বলেন, ‘মেসার্স প্রিয়াম ফিস এক্সপোর্ট লিমিটেডের নামে ৩২টি এলসি খুলে ৫৬ কােটি এবং মেসার্স বায়োনিক সি ফুড এক্সপোর্ট লিমিটেডের নামে ২১টি এলসি খুলে ২৮ কােটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই দুই ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশ করে ভুয়া এলসি খুলে টাকাগুলো ভাগ করে নিয়েছেন ব্যাংকটির শাখার ডিজিএম জাকির ইবনে বারাক ও ফরেন এক্সচেঞ্জ-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুরাদ হােসেন। তবে দুই ব্যবসায়ী যে টাকা নিয়েছেন, তার মধ্যে কিছু পরিশোধ করেছেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, রূপালী ব্যাংকের শামস বিল্ডিং শাখার মাধ্যমে মেসার্স প্রিয়াম ফিস এক্সপোর্ট ও মেসার্স বায়োনিক সি ফুড এক্সপোর্ট বছরে ১৬০ থেকে ১৮০ কােটি টাকার মাছ রফতানি করে আসছিল।

এ ব্যাপারে মেসার্স প্রিয়াম ফিস এক্সপোর্ট লিমিটেডের স্বত্বাধিকারী শেখ মাে. আব্দুল কাদের বলেন, ‘টাকা লেনদেন একটা সমস্যা তৈরি হয়েছে। ইতোমধ্যে কিছু টাকা ব্যাংককে ফেরত দিয়েছি। বাকি টাকাও ফেরত দেবো।’

এ বিষয়ে জানতে মেসার্স বায়োনিক সি ফুড এক্সপোর্ট লিমিটেডের পরিচালক সিদ্দিকুর রহমানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

একই বিষয়ে জানতে চাইলে সাময়িক বরখাস্ত হওয়া ডিজিএম জাকির ইবনে বারাক বলেন, ‘বরখাস্তের বিষয়টি শুনেছি। তবে টাকা আত্মসাতের বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। কারণ এটি তদন্তাধীন।’