আন্তর্জাতিক ডেস্ক।।
গত বছরের ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিক পুলিশের হাতে বন্দী থাকা অবস্থায় মাশা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর প্রতিক্রিয়ায় দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছিল। হিজাব আইন ভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
আমিনির মৃত্যুর এক বছর পুর্তি উপলক্ষ্যে এ বছর বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ওই ঘটনার প্রতিবাদ করেছেন।
কুর্দিশ সাপোর্ট গ্রুপ, ইরান হিউম্যান রাইটসসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, মাশা আমিনির প্রথম মৃত্যুবার্ষিকির আগে ইরানের রেভুলশনারি গার্ড তার বাবা আমজাদ আমিনিকে আটক করে এবং মৃত্যুবার্ষিকি পালনের ব্যাপারে সতর্ক করে দেয়। যদিও তাকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআরএনএ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, দেশটির নিরাপত্তা বাহিনী বরং আমজাদকে খুনের একটি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।
মানবাধিকার সংস্থা কুর্দিস্থান হিউম্যান রাইটস নেটওয়ার্ক এক বিবৃতিতে জানিয়েছে, আমিনির মৃত্যু নিয়ে বিক্ষোভে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকেও ইরানের নিরাপত্তা বাহিনী আটক করেছে ও হুমকি দিয়েছে।