মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার দর্শনার হঠাৎ পাড়া হতে বিজিবি ২ কেজি ৩শ৫০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দর্শনা থানার সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি পাচার হবে। এ খবরের ভিত্তিতে ভোরে দর্শনার বিশেষ টহল দল সীমান্তের পিলার ৭৭/২-এস থেকে আনুমানিক ৪ কিঃমি বাংলাদেশের ভিতরে দর্শনার হঠাৎপাড়া রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। সকাল ৭টার দিকে এক ব্যক্তিকে একটি লোকাল বাস থেকে নেমে রেলক্রসিং এলাকায় ঘোরাফেরা করতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দলের সন্দেহ হয়। এসময় বিজিবি সশস্ত্র টহল দল সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।
আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার সময় তার কাছে কোনো চোরাচালানী পণ্য নেই বলে বিজিবি টহল দলকে জানান। পরবর্তীতে বিজিবি টহলদল আটক চোরাকারবারী কুষুম পোদ্দারের দেহ তল্লাশি করে কোমরে পেঁচানো কাপড়ের বেল্টের ভিতর বিশেষ কায়দায় রাখা ২ কেজি ৩শ৫০ গ্রাম ওজনের ছোট বড় ৪টি স্বর্ণের বার এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হন। আটক এসব স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২ লাখ টাকা।
তিনি আরও বলেন, স্বর্ণের বারের শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশে পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে গাজীপুর জেলার টুঙ্গি থানার মনুনগর টুঙ্গিভরান গ্রামের হারি সাধন পোদ্দারের ছেলে কুষুম পোদ্দার(৪০)কে
আটক করা হয়।আটক আসামির বিরুদ্ধে নায়েক রবিউল ইসলাম ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের এবং সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।