শাকিলের রেকর্ডের দিনে ডাবল সেঞ্চুরি শফিকের, রানপাহাড়ে পাকিস্তান

7
Spread the love

স্পোর্টস ডেস্ক।।

শ্রীলংকায় ২ ম্যাচের টেস্ট সিরিজের শেষটির তৃতীয় দিনটি পুরোপুরি নিজেদের করে নিল পাকিস্তান। এদিন ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো নিজের খেলা প্রথম ৭ টেস্টে হাফ সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন সৌদ শাকিল। তাছাড়া, ক্যারিয়ারে প্রথমবার ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার আব্দুল্লাহ শাকিল। সেঞ্চুরি ছুঁয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন আগা সালমানও।

এমন সব পাওয়ার দিনে স্বাগতিক শ্রীলংকাকে নাস্তানাবুদ করে ছেড়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে শ্রীলংকার করা ১৬৬ রানের জবাবে ৫ উইকেটে ৫৬৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা। এরই মধ্যে লিড ৩৯৭ রানের।

দ্বিতীয় দিনের ২ উইকেটে ১৭৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে পাকিস্তান। আগের দিন ৮৭ রানে অপরাজিত থাকা শফিক সেঞ্চুরি তুলে নেন কিছুক্ষণের মধ্যেই। তবে ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক বাবর আজম। ২১০ রানের মাথায় প্রভাত জয়াসুরিয়ার বলে ৩৯ রান করে বিদায় নেন তিনি। এরপর সৌদ শাকিলকে নিয়ে ১১৯ রানের জুটি গড়েন শফিক। ৩১৯ রানের মাথায় বিশ্বরেকর্ড পূর্ণ করার পর ফেরেন শাকিল (৫৭)। ৩৪৪ রানের মাথায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সরফরাজ আহমেদ।

পঞ্চম উইকেটে আগা সালমানকে নিয়ে আবারও বিশাল জুটি গড়েন শফিক। এই দুজনের জুটি থেকে আসে ১২৪ রান। ৪৬৮ রানের মাথায় অবশেষে শফিককে ফেরাতে সমর্থ হয় লংকান বোলাররা। ডাবল সেঞ্চুরি (২০১) করার পরপরই প্রভাত জয়াসুরিয়ার বলে ফেরেন তিনি। শেষ বিকেলেও লংকান বোলারদের নিয়ে ছেলেখেলা করে পাকিস্তান। অপরাজিত ৯৫ রানের জুটি গড়ে মাঠে আছেন সালমান (১৩২*) ও মোহাম্মদ রিজওয়ান (৩৭*)।