স্পোর্টস ডেস্ক।।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ৩ দিনব্যাপী আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। নগরীর খালিশপুর পোর্ট কলোনি মাঠে বৃহস্পতিবার বিকালে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইইই বিভাগের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ইইই বিভাগ কে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। পুরস্কার বিতরণী পর্বে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ নওশের আলী মোড়ল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছে। এখানকার শিক্ষার্থীরা ডিগ্রি অর্জন করে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে সুখ্যাতি অর্জন করেছে। আমার বিশ্বাস তারা ক্রীড়াঙ্গনেও জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ সুনাম বয়ে আনবে।
এ সময় মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মরিয়ম আকতার, সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর মোঃ ইনজামাম উল হোসেন, সহকারি প্রক্টরগণ, শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।