স্পোর্টস ডেস্ক।।
আগামী ২০২৪ সাল পর্যন্ত অর্থাৎ ১ মৌসুম পিএসজির সঙ্গে চুক্তি আছে কিলিয়ান এমবাপ্পের। সেই মৌসুম শেষে ফ্রি ট্রান্সফারে কোনো দলে যোগ দিতে পারবেন তিনি। তবে ফরাসি এই তারকাকে ফ্রি’তে ছাড়তে চায় না পিএসজি। ক্লাবটি চায়, হয় এমবাপ্পে নতুন চুক্তি করুক, নয়তো চড়া দামে বিক্রি করে দিতে চায় তাকে।
পিএসজি ছেড়ে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে গুঞ্জন চলছে। তবে সেটি আগামী মৌসুমেই। এই মৌসুম পিএসজিতে থাকলে ‘আনুগত্য’ ভাতা পাবেন এমবাপ্পে। রিয়ালও অপেক্ষা করছে আগামী বছরের জন্য।
এসব আলোচনার মধ্যেই দৃশ্যপটে আসে সৌদি আরবের ক্লাব আল-হিলাল। কিলিয়ান এমবাপ্পের জন্য আঁকাশছোয়া দামের প্রস্তাব দেয় তারা। তাতে সম্মতি জানিয়েছে পিএসজিও। তবে তাতে এমবাপ্পের যে সায় নেই সেটি বোঝা গেছে গতকাল মঙ্গলবারের এক টুইটে।
নাইজেরিয়ান বংশোদ্ভূত গ্রিক বাস্কেটবল তারকা আন্তেতোকুন্মপো টুইটারে লিখেন, ‘আল হিলাল, তোমরা আমাকে নিতে পারো। আমি দেখতে কিলিয়ান এমবাপ্পের মতো।’ সেই টুইটে একরাশ হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এমবাপ্পে। তবে এর মধ্যেই খবর, কিলিয়ান এমবাপ্পেকে বোঝাতে প্যারিসে পৌঁছেছে আল-হিলালের কর্মকর্তারা।
ফরাসি এই ফরোয়ার্ড এমবাপ্পের জন্য রেকর্ড ২৫৯ মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি আল-হিলাল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি। ফুটবলের ইতিহাসে এত চড়া দামে দলবদলের ঘটনা আর ঘটেনি। ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পিএসজিতে যোগ দেন নেইমার জুনিয়র। এখনো পর্যন্ত সেটিই সর্বোচ্চ দামে কোনো ক্লাবে যোগ দেওয়ার ঘটনা।