২৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক বাবলু’র ইন্তেকাল: শোক

21
Spread the love

খবর বিজ্ঞপ্তি।।
২৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন বাবলু (৫৭) মঙ্গলবার দিনগত রাত সোয়া ৩টায় ইন্তেকাল করেছেন। বুধবার (২৬ জুলাই) বাদ জোহর বসুপাড়াস্থ রহমাতপাড়া জামে মসজিদে মরহুমের জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।

অনুরুপ বিবৃতি দিয়েছেন সোনাডাঙ্গা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মনি ও সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ প্রমূখ। বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।