ঢাকা অফিস।।
সরকারের পদত্যাগের দাবিতে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানেই মহাসমাবেশ করতে চায় বিএনপি। তবে বৃহস্পতিবার কর্মদিবস থাকার কারণ দেখিয়ে এই দুই স্থানে সমাবেশের অনুমতি দেয়া হয়নি দলটিকে।
তবে বিএনপি নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে মহসমাবেশের বিষয়ে অটল রয়েছে বলে জানিয়েছে দলটির একটি সূত্র। সমাবেশের স্থান ও দিনক্ষণ নিয়ে বৈঠকে বসেছে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম। রাতে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।