নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেফতার

27

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলায় নাতনিকে ধর্ষণের অভিযোগে মো. আবুল হোসেন হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার রায়েন্দাবাজারের পূর্ব মাথার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, রায়েন্দা বাজারের পূর্ব মাথার চায়ের দোকানি আবুল হোসেনের মেয়ের ঘরের ১৫ বছরের নাতনি তার কাছে বসবাস করে। তার মেয়ে ও জামাই কাজের সুবাধে ভারতে থাকেন। এই সুযোগে গত দুই বছর ধরে বিভিন্ন সময় আবুল তার স্ত্রীকে ঘুমের ওষুধ খাওয়ায়ে সুযোগমতো নাতনিকে ধর্ষণ করত।

তিনি বলেন, একপর্যায়ে গত ২২ জুলাই রাতে সে পুনরায় তার নাতনিকে উপর্যুপরি ধর্ষণ করে। এতে তার নাতনি অসুস্থ হয়ে পড়ে। পর দিন সকালে তার খালাতো বোন মেয়েটিকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। এ সময় মেয়েটি তার নানা আবুল হোসেন কর্তৃক ধর্ষণের শিকার হওয়ার কথা জানায়। ধর্ষণের ঘটনা আবুল নিজেও পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ব্যপারে মেয়েটির নানির বোন রেণু বেগম বাদী হয়ে শরণখোলা থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যপারে মেয়েটির মামা জসিম খলিফা বলেন, এ ধরনের ঘটনা সমাজে আর যাতে না ঘটে সে জন্য আবুলের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।