খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর যুবলীগের সভাপতি ও রায়হান এ্যাগ্রো ফিসারিজ এর স্বত্তাধিকারী সফিকুর রহমান পলাশ ‘জাতীয় মৎস্য পুরষ্কার-২০২৩’ এ স্বর্ণপদক পেয়েছেন। জাতীয় মৎস্য খাতে বিশেষ অবদানের স্বকৃতী স্বরুপ তিনি এই পুরষ্কার পেয়েছেন। এবছর মৎস্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মৎস্য পদক দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই পুরস্কার বিতরণ করেন।
নগর যুবলীগের সভাপতির এই সাফল্যে শুভেচ্ছায় ভাসাচ্ছেন খুলনা সহ সারাদেশের যুবলীগ সহ বিভিন্ন দল ও শ্রেনীপেশার মানুষ। এদিকে পদক প্রাপ্তির পর আনন্দ ভাগ করেতে তিনি দেখা করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল উদ্দিন, বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময় এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মাইনুল হোসেন খান নিখিল এর সাথে এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মৃনাল কান্তি জোয়ার্দ্দার, প্রচার সম্পাদক জয়দেব নন্দী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে সভাপতির সাফল্যে উচ্ছাস প্রকাশ করেছেন খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন। তিনি তার ফেসবুক পেজে তার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।