স্পোর্টস ডেস্ক।।
আগামী ২০২৪ সাল পর্যন্ত অর্থাৎ ১ মৌসুম পিএসজির সঙ্গে চুক্তি আছে কিলিয়ান এমবাপ্পের। সেই মৌসুম শেষে ফ্রি ট্রান্সফারে কোনো দলে যোগ দিতে পারবেন তিনি। তবে ফরাসি এই তারকাকে ফ্রি’তে ছাড়তে চায় না পিএসজি। ক্লাবটি চায়, হয় এমবাপ্পে নতুন চুক্তি করুক, নয়তো চড়া দামে বিক্রি করে দিতে চায় তাকে।
পিএসজি ছেড়ে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে গুঞ্জন চলছে। এরই মধ্যে এমবাপ্পের দিকে হাত বাড়িয়েছে সৌদি ক্লাব আল-হিলাল। ফরাসি এই ফরোয়ার্ডের জন্য রেকর্ড ২৫৯ মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি তারা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি। তবে বিষয়টি নিয়ে এখনো এমবাপ্পের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফুটবলের ইতিহাসে এত চড়া দামে দলবদলের ঘটনা আর ঘটেনি। ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পিএসজিতে যোগ দেন নেইমার জুনিয়র। এখনো পর্যন্ত সেটিই সর্বোচ্চ দামে কোনো ক্লাবে যোগ দেওয়ার ঘটনা।
পিএসজি প্রাক-মৌসুমের জাপান সফরের দল থেকে কিলিয়ান এমবাপ্পেকে বাদ দিয়েছে। ফরাসি সংবাদমাধ্যমের খবর, এমবাপেকে বিক্রি করে দিতে চায় পিএসজি। এশিয়া সফর থেকে তাকে বাইরে রাখাকে মনে করা হচ্ছে এই প্রক্রিয়ারই অংশ।
তবে এ ব্যাপারটি ভালো নজরে দেখছে না ফ্রান্সের ন্যাশনাল ইউনিয়ন অফ প্রফেশনাল ফুটবলার্স (ইউএনএফপি)। সংস্থাটি পিএসজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।