অভয়নগরে এ কেমন শত্রুতা! ফলন্ত পেঁপে গাছ কেটে সাবাড়

6
Exif_JPEG_420
Spread the love

 

 

তামিম আহমেদ মনির।।

যশোরের অভয়নগরে কৃষকের রোপণকৃত ধরন্ত পেঁপে চাষের বাগানে পূর্ব শত্রুতার জেরে গাছ কেটে নষ্ট করেছে প্রতিপক্ষ। এলাকাবাসীরা বলছেন এ কেমন শত্রুতা। এবিষয়ে ভুক্তভোগী অভয়নগর থানায় রবিবার রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার মোঃ আবু বক্কারের স্ত্রী বকুল বেগম(৪৩), তার বাড়ির অদুরে বুইকরা (পোড়াবাড়ি) গ্রামে ৯ শতক জমি কিনে পেঁপে গাছসহ সবজি চাষ করে দীর্ঘদিন ভোগ দখল করে খেয়ে আসছেন। ইতিমধ্যে ওই জমিতে পূর্বের মালিক পক্ষের শরিকদের নজর পড়ে এবং শরিকদের মধ্যে ফজলুর রহমান ওই ভুক্তভোগীর দলিল বাতিল চেয়ে বিজ্ঞ আদালতে একটি আমানতের মামলা করে হয়রানি করে আসছেন। এছাড়াও স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে বিভিন্ন সময় তাদের প্রান নাশের হুমকিসহ নাজেহাল করে চলেছে। ফলে ভুক্তভোগীদের চরম হয়রানিসহ দুর্বিষহ মধ্যে জীবন কাটছে। সরেজমিন, ভুক্তভোগী বকুল বেগমের জমিতে গিয়ে দেখা যায়। ধরন্ত পেঁপে গাছগুলো কেটে সাভার করা হয়েছে ।প্রত্যেকটা পেঁপে গাছে অনেক ফল এসেছিল।তা কেটে ফেলা হয়েছে। ধরন্ত কাটা পেঁপে গাছের ফল গুলো মাটিতে পড়ে আছে। এবিষয়ে ভুক্তভোগী বকুল বেগমের মোঃ আবু বক্কারবলেন, টাকা দিয়ে জমি কিনে চাষাবাদ করে ভোগদখল করে খেয়ে আসছি হঠাৎ ফজলুর রহমান নামে ওই ব্যক্তি আদালতে মামলা করে হয়রানি করছে। আমি বৈধ্য ভাবে জমি কিনেছি। জমি মাপা মাপি করে তারা আমার ৯ শতক জমি বুঝে দিয়েছে। কিন্তু আদালতে মামলা করেও তারা আমার চাষ করা ধরন্ত পেঁপে গাছ গুলো কেটে ফেলেছে।আমার এতো বড় সর্বনাশ করার কারণ কি? আমি এর ন্যায় বিচার কামনা করি।তিনি আরো জানান, আমার প্রায় ৮০ হাজার টাকার পেঁপে গাছ কেটে ফেলছে তারা। এবিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন, বুইকরা পোড়াবাড়ি এলাকার ফজলুর রহমানের স্ত্রী হাজেরা বেগম(৪৫), পিতা অজ্ঞাত। ফজলুর রহমান (৫৫), ফজলুর রহমানের ছেলে হৃদয়(১৯)। এবিষয়ে ফজলুর রহমান পেঁপে গাছ কেটে নষ্ট করার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আদালতে মামলা করেছি মামলা করেছি। আমি গাড়ি চালায়। সকালে ভোরে চলে যায় রাত ১২ টার সময় বাড়ি আসি। ওই পেঁপে গাছ কে বা কারা কেটে নষ্ট করেছে আমার জানা নেই। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।