বিনোদন ডেস্ক।।
এখনো নিয়মিত গান বের করছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। নিজের ইউটিউব চ্যানেলে পাশাপাশি অন্যান্য প্রযোজনা সংস্থা থেকেও গান প্রকাশ করছেন। এবার নতুন তিনটি গান নিয়ে এসেছেন ডলি। এর মধ্যে রয়েছে দু’টি মৌলিক ও একটি লালনগীতি। ‘একতরফা বাইসা ভালো’ ও ‘ভবে কেউ কারো নয়’ গান দু’টি প্রকাশিত হয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। অন্যদিকে ‘মন পবনের নাও’ গানটি প্রকাশিত হয়েছে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে।