শৈলকুপায় সেচ খাল থেকে মরদেহ উদ্ধার

5

শৈলকুপা (ঝিনাইদহ)প্রতিনিধি।।
ঝিনাইদহের শৈলকুপার ভগবাননগর গ্রাম থেকে ইদ্রিস আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ওই গ্রামের একটি সেচ খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

ইদ্রিস আলী (৪২) ভগবাননগর গ্রামের সানারুদ্দিন মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

স্থানীয়রা জানান, ইদ্রিস আলী শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন নি। রাতে তাঁকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। শনিবার সকালে গ্রামের চাষিরা সেচ খালে পাট জাগ দিতে গিয়ে তাঁর মরদেহ পানিতে ভাসতে দেখেন। এরপর তাঁরা ইদ্রিসের পরিবারকে বিষয়টি জানান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, শনিবার সকালে শৈলকুপার ভাটই এলাকার ভগবাননগর গ্রামের সেচ খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি মৃগী রোগে ভুগছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, শরীরে কাঁপুনির ওঠার কারণে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। ময়না তদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।