মণিপুরের দাঙ্গার আঁচে এবার মিজোরামে উত্তেজনা

11
Spread the love

আর্ন্তজাতিক ডেস্ক।।

এবার মণিপুরের দাঙ্গার আগুনের আঁচ লেগেছে প্রতিবেশী রাজ্যে মিজোরামে। মিজোরামে বসবাসকারী মেইতেইদের রাজ্য ছাড়ার ডাক দিল ‘পামরা’ বলে একটি সংগঠন। গত শুক্রবার সংগঠনটি বলেছে, মেইতেইদের ওপর কোনো অত্যাচারের ঘটনা হলে তারা নিজেরাই দায়ী থাকবে। এই বিবৃতির পরেই মেইতেইদের নিরাপত্তা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে মিজোরাম সরকার।

গত তিন মাস ধরে কুকি-মেইতেই জনজাতি দাঙ্গায় জ্বলছে ভারতের উত্তর-পূর্ব রাজ্য মণিপুর। এখনো পর্যন্ত ১৫০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। বহু ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে। মণিপুর থেকে বহু মানুষ আশ্রয়ের জন্য ভিড় করছেন মিজোরামে। তাঁদের মধ্যে মেইতেই সম্প্রদায়ের মানুষও রয়েছেন। এ ছাড়া আসাম এবং মণিপুরে বসবাসকারী মেইতেই জনগোষ্ঠীর একাংশ মিজোরামেও বসবাস করেন। এখন মিজোরামে তাঁদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে।

এদিকে মণিপুরে উন্মত্ত জনতার হাতে দুই নারীর নির্যাতনের ভিডিও ফুটেজ ফাঁসের পর থেকে ফুঁসে উঠেছেন রাজ্যের নারীরা। দুই নারীর ওপর নির্যাতনের প্রতিবাদে শনিবার মণিপুরের রাজধানী ইম্ফলের ঘড়ি এলাকায় যান চলাচলের রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন একদল নারী। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েন তাঁরা। রাস্তা পুরোপুরি আটকে চলতে থাকে বিক্ষোভ। বিক্ষোভকারীরা রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে দেন।