স্পোর্টস ডেস্ক।।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও সিরিজের শেষ টেস্টে আজ বৃহস্পতিবার মাঠে নামলেই ইতিহাস গড়া হয়ে যাবে ভারতীয় ব্যাটার বিরাট কোহলির। আন্তর্জাতিক ক্রিকেটে আজকের ম্যাচ খেললে ৫০০ ম্যাচ খেলার কীর্তি গড়বেন এই ব্যাটার। ২০০৮ সালে অভিষিক্ত এই ব্যাটার এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন ক্রিকেটের অন্যতম কিংবদন্তি হিসেবে।
ভারতের হয়ে এখনো পর্যন্ত ১১০ টেস্ট খেলেছেন বিরাট। যেখানে ৪৮.৮৮ গড়ে করেছেন ৮ হাজার ৫৫৫ রান। ২৮টি সেঞ্চুরির পাশাপাশি আছে ২৯টি হাফ সেঞ্চুরিও। এই সংস্করণে তার ব্যক্তিগত সর্বোচ্চ ২৫৪*। টেস্টে ভারতের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। টেস্টে মোট ৭টি ডাবল সেঞ্চুরি আছে তার। যা কোনো ভারতীয় ব্যাটসম্যানের পক্ষে সর্বোচ্চ। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির মালিক অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানের, ১২টি।
টেস্টে নেতৃত্বে কোহলির সাফল্য ঈর্ষণীয়। ৬৮টি ম্যাচে নেতৃত্ব দিয়ে এই সংস্করণে কোহলি জয় এনে দিয়েছেন ৪০ বার, হেরেছেন মাত্র ১৭ বার ও ড্র ১১টিতে। অধিনায়ক হিসেবে জয়ের শতাংশ, ৫৮.৮২। তিনিই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে এসেছেন। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মাদের নিয়ে গড়েছিলেন বিশ্বমানের টেস্ট বোলিং অ্যাটাক।
২৭৪টি ওয়ানডে ম্যাচে কোহলির রান ১২ হাজার ৮৯৮, গড় ৫৭.৩২। এই সংস্করণে কোহলির ৪৬টি সেঞ্চুরির সঙ্গে আছে ৬৫টি হাফ সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে তিনি দ্বিতীয় দ্রুততম রান সংগ্রাহক। আর পুরো বিশ্বে, এই তালিকায় পঞ্চম। ওয়ানতেতে দ্রুততম ৮ হাজার (১৭৫ ইনিংস), ৯ হাজার (১৯৪ ইনিংস), ১০ হাজার (২০৫ ইনিংস), ১১ হাজার (২২২ ইনিংস) এবং ১২ হাজার (২৪২ ইনিংস) রানের মালিক কোহলি।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান কোহলির। ১১৫ ম্যাচে ৫২.৭৩ গড়ে এই ব্যাটারের রান ৪ হাজার ৮। এই সংস্করণে ১ সেঞ্চুরির সঙ্গে ৩৭টি হাফ সেঞ্চুরির ইনিংস আছে তার। যা এই সংস্করণে সর্বোচ্চ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ আসলে যেন আরও ‘ভয়ঙ্কর’ রুপে চলে যান কোহলি। এসব টুর্নামেন্টে ২৭ ম্যাচে কোহলির রান ১ হাজার ১৪১, ১৪টি ফিফটির সঙ্গে গড় ৮১.৫০। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের’ পুরস্কার জিতেছেন ২০১৪ এবং ২০১৬-এর আসরে। টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়ায় কোহলির গড় তো চোখ কপালে তোলার মতো। রান তাড়ায় ৯ ইনিংসে তার রান ৫১৮, গড়ও তাই! মূলত, রান তাড়া করতে গিয়ে মাত্র একবারই আউট হয়েছেন কোহলি, এ কারণেই এমন অবিশ্বাস্য গড়।
নিজের খেলা ৪৯৯ ম্যাচে কোহলির মোট রান ২৫ হাজার ৪৬১, গড় ৫৩.৪৮। ৭৫টি সেঞ্চুরির সঙ্গে আছে ১৩১টি হাফ সেঞ্চুরি। ক্রিকেটের ইতিহাসে তিনি ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং দ্বিতীয় সর্বাধিক সেঞ্চুরির মালিক।