খেলা ডেস্ক।।
মাত্র ১৮ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন আয়েশা নাসিম। পাকিস্তান নারী ক্রিকেট দলের প্রতিভাবান এই ক্রিকেটারকে টি-টোয়েন্টি ক্রিকেটে দেশটির ভবিষ্যৎ তারকা হিসেবে ভাবা হতো। অল্প বয়সে ক্রিকেট ছাড়ার ঘোষণা দেওয়ায় অবাক হয়েছেন পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা।
জানা যায়, ইসলাম অনুসরণ করে জীবনযাপন করার লক্ষ্যে ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অবসর নেওয়ার বিষয়টি অবগত করে আয়েশা নাসিম বলেন, ‘আমি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ইসলামের নীতি অনুসরণ করে জীবন পরিচালনা করতে চাই।’
২০২০ সালে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন আয়েশা। টি-টোয়েন্টির পাশাপাশি খেলেছেন ওয়ানডে ম্যাচও। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ৩৩ ম্যাচ খেলে করেছেন ৩৬৯ রান। ওয়ানডেতে ৪ ম্যাচ খেলে তার রান ৩৩।