ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে তালাকপ্রাপ্তা স্ত্রীকে ধর্ষণের ঘটনায় সাবেক স্বামী আরাফাত হোসেন জনি (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছেন র্যাব-৬ এর একটি দল। বুধবার (১৯শে জুলাই) দিবাগত রাতে খুলনার খানজাহান আলী সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার ওই পালাতক আসামীকে গ্রেফতার করে।
র্যাব-৬ এর মিডিয়া সেল (২০ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২রা জুলাই বিকেলে এক সহযোগীকে সাথে নিয়ে আরাফাত হোসেন জনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে তার তালাকপ্রাপ্তা স্ত্রীর বাড়ীতে যায়। এসময়ে বাড়ীতে কেউ না থাকায় সে জোর করে তার তালাকপ্রাপ্তা স্ত্রীকে ধর্ষণ করে। এসময়ে ভিকটিমের চিৎকারে আসে-পাশের লোকজন ছুটে আসলে আসামীরা দ্রুত পালিয়ে যায়। এঘটনায় ওই মহিলা নিজ বাদী হয়ে ফকিরহাট থানায় আসামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি জানতে পেরে র্যাব-৬ (সদর কোম্পানি) একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহয়তা নিয়ে বুধবার দিবাগত রাতে র্যাব-৬ এর সদস্যরা ধর্ষণ মামলার আসামী আরাফাত হোসেন জনিকে খুলনার খানজাহান আলী সেতুর টোল প্লাজা এলাকা থেকে গ্রেফতার করে। এবং বৃহস্পতিবার (২০ জুলাই) গ্রেফতারকৃত আসামীকে ফকিরহাট থানায় হস্তান্তর করেছে র্যাব। আরাফাত হোসেন জনি রুপসা উপজেলার বাগমারা এলাকার ফজলু গাজীর পুত্র। ফকিরহাট মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ##
ফকিরহাটে ফুটপাত দখল করায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর বাজার এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে অভিযানে ভ্রাম্যমান আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এসব প্রতিষ্ঠানকে ৫হাজার ২শত টাকা জরিমানা করেন। যেসব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে তার মধ্যে রয়েছে দুটি খাবারের হোটেল, দুটি ফলের দোকান, তিনটি ফার্ণিচারের দোকান ও একটি গ্রীলের দোকান। এসময় পেশকার মিজানুর রহমানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী বলেন, ফুটপাত দখল করে কিছু ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করছেন। এর ফলে সাধারন মানুষের চলাচল ও যানবাহন যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এদিন ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনসাধারনের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। ##
ফকিরহাটে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসের প্রস্তুতি সভা
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে-২০২৩ পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে ‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এবারের আন্তর্জাতিক পাবলিক সার্ভিস-ডে পালিত হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান এর সঞ্চালনায় সভায় আগামী রোববার (২২শে জুলাই) আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালন করা হবে। এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ ফটক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে শেষ হবে। এছাড়া আলোচনা সভা, চেক বিতরণ ও বিভিন্ন সরকারি অফিসে ড্রপডাউন ব্যানার প্রদর্শন করা হবে। সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। ##