সাতক্ষীরা প্রতিনিধি ||
সাতক্ষীরার আশাশুনিতে সেপটিক ট্যাংকের মধ্যে আটকা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে।
মারা যাওয়ারা হলেন- মহিষডাঙ্গা গ্রামের নিমাই সরকারের ছেলে মিলন সরকার (২২) ও একই গ্রামের বসুদেব বিশ্বাসের ছেলে আশুতোষ বিশ্বাস (৪৫)।
স্থানীয়রা জানান, নিমাই বিশ্বাসের বাড়িতে প্রায় ১০ দিন আগে একটি সেপটিক ট্যাংকেরর ছাঁদ ঢালাইয়ের কাজ করেন মিলন। আজ বিকেলে মিলন মুখ বন্ধ থাকা ওই সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে থাকা ঢালাইয়ের খুঁটি খুলতে শুরু করেন। এ সময় তার চিৎকার শুনে আশুতোষ বিশ্বাস সেখানে ছুটে যান। তিনি মিলনকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন। সেখানে প্রবেশের পর তিনিও চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন এসে তাদের দুই জনকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম দুইজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।