সিরিজ জয়ের হাতছানি

7

ক্রীড়া প্রতিবেদক।।

ভারতের বিপক্ষে আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপ সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ম্যাচ জিতে ইতিহাস গড়েছেন তারা। তাদের সামনে সিরিজ জয়ের হাতছানি। আজ মিরপুরে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। জিতলেই সিরিজ নিশ্চিত হবে নিগার সুলতানাদের। মিরপুরে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

ক্রিকেটের পরাশক্তি ভারত। এ সিরিজ শুরুর আগে তাদের বিপক্ষে খেলা ৫ ওয়ানডে ম্যাচেই হারের তেতো স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তবে এবার দেশের মাটিতে খেলা হওয়ায় আশার পালে ভেলা ভাসিয়েছেন বাঘিনীরা। ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নিজেদের এগিয়ে রেখেছিলেন। শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাওয়া জয়টাই ছিল তাদের অনুপ্রেরণা। মিরপুরে গত রবিবার সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টি আইনে ৪০ রানে জিতে নেয় স্বাগতিকরা। ব্যাটিং ব্যর্থতার ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৪৩ ওভারে ১৫২ রানে অলআউট হয়। তবে মারুফা ও রাবেয়ার দুর্দান্ত বোলিংয়ে ৩৫.৫ ওভারে ভারতকে ১১৩ রানে অলআউট করে তারা। ঐতিহাসিক জয়ের পর সংবাদ সম্মেলনে নিগার সুলতানা জানান, এ জয়টা ভবিষ্যতে তাদের আরও ভালো খেলতে সাহায্য করবে। তিনি বলেন, ‘ইতিহাসের লেখাটা যেন বাড়াতে পারি সে চেষ্টাই থাকবে আমাদের।’

আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপে আগের ৬ ম্যাচে কোনো জয় ছিল না বাংলাদেশের। নিজেদের সপ্তম ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে তারা। আর সমানসংখ্যক ম্যাচে ভারতের এটি প্রথম হার। জয়ের ধারাটা দ্বিতীয় ম্যাচেও ধরে রাখার লক্ষ্য এখন বাংলাদেশের। গতকাল মিরপুরে অনুশীলনে নিজেদের চূড়ান্তভাবে প্রস্তুত করেছেন বাঘিনীরা। বিশেষ করে ব্যাটিংয়ে ঘাম ঝরিয়েছেন বেশি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের অলরাউন্ডার লতা মন্ডল জানান, তারা চাপ নিচ্ছেন না। বরং ভালো ক্রিকেট খেলার দিকেই তাদের পূর্ণ মনোযোগ। তিনি বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাচ্ছি। আমাদের যেটা সব সময় কথা হয়, ম্যাচ জিতি বা হারি…, যেহেতু কালকে (আজ) ম্যাচ, আমরা সব সময় চিন্তা করি, ভালো ক্রিকেট খেলব। তা হলে রেজাল্ট এমনি আমাদের পক্ষে থাকবে।’

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি আশা জাগিয়েও হেরে যায় বাংলাদেশ। সিরিজ হাতছাড়া হলেও শেষ ম্যাচটি জিতে তারা হোয়াইটওয়াশ এড়ায়। এর পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়ে। লতা মনে করেন, ভারতের চেয়ে ভালো ক্রিকেট খেলার কারণেই তারা টানা দুই ম্যাচ জিতেছেন। দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তারা। তিনি বলেন, ‘সিরিজ আসলে উইন করতে কে না চায়। আমরা আমাদের ভালো ক্রিকেট খেলব, আমাদের প্রসেসে যাব। আল্টিমেটলি ভালো খেললে, রেজাল্ট আমাদের পক্ষে। আমরা চেষ্টা করব, আমাদের বেস্ট ক্রিকেট খেলতে। যেহেতু আমাদের হোম গ্রাউন্ড।’ সিরিজের শুরু থেকেই বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা দেখা যাচ্ছে। এ কারণে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে। এমনকি একদিনের ক্রিকেটেও ব্যাটিং ব্যর্থতার কারণে ইনিংস বড় হয়নি। লতা জানান, ব্যাটিংয়ে উন্নতির জন্য তারা কাজ করছেন। তার আশা দ্বিতীয় ম্যাচে ব্যাটাররা ভালো করবেন।

এদিকে মিরপুরে ভারতের মতো বড় দলের বিপক্ষে সিরিজ চললেও গ্যালারি ফাঁকা। অথচ ক্রিকেটের প্রাণই হলেন দর্শকরা! লতা মনে করেন, ছেলেদের মতো মেয়েদের ম্যাচেও দর্শক আসবে। সে দিনটি খুব বেশি দূরে নয় বলেও মনে করেন জাতীয় দলের এই অলরাউন্ডার।