খুলনাঞ্চল রিপোর্ট।।
বিএনপির পদযাত্রা কর্মসূচি ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে সারাদেশে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লক্ষ্মীপুরে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এছাড়া সারদেশে ৩ শতাধিক হতাহতের খবর পাওয়া গেছে।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে আওয়মী লীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষে সজীব নামে একজন নিহত হয়েছেন। এ সময় পুলিশ, পথচারী ও দোকানিসহ আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে পুলিশ কাঁদানী গ্যাস ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, বিএনপি মিছিল নিয়ে নাশকতার উদ্দেশ্যে হাইওয়ে সড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দিলে তারা পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। তিনি আরও জানান, বিএনপির হামলায় সদরের ওসি মোসলেহ উদ্দিন, সদর সার্কেল সোহেল রানাসহ পুলিশের ১০ জন আহত হন বলে জানান তিনি।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। দুপুরে শহরের রথখলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে রথখলা এলাকা পার হওয়ার সময় পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের দস্তাদস্তির ঘটনা ঘটে।
জেলা বিএনপির সহসভাপতি মো. শরীফুল আলম জানান, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিটি রথখলা এলাকা পার হতেই পুলিশ বাধা দেয়। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের রাবার বুলেট ও টিয়ারগ্যাসে আঘাতে আমাদের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে।
ফেনী : ফেনীতে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিকেল ৪টার দিকে বিএনপির পদযাত্রা শহরের দাউদপুল এলাকা থেকে শুরু হয়ে ইসলামপুর রোডের সামনে পৌঁছলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে পুলিশ সদস্য, সাংবাদিক, পথচারীসহ শতাধিক লোক আহত হয়েছেন। বিএনপি দাবি, সংঘর্ষে তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেন, বিএনপির নেতাকর্মীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ নিরাপত্তার জন্য ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
বগুড়া : বগুড়ায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় ব্যবহৃত টিয়ার গ্যাসের ধোঁয়ায় শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্তত ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ২৭ জনকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদৎ হোসেন জানান, সংঘর্ষ শুরু হওয়ার পর স্কুল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর টিয়ার গ্যাসের ঝাঁঝালো ধোঁয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।
জয়পুরহাট : বিএনপির পদযাত্রা মিছিল ও আওয়ামী লীগের শান্তি মিছিল শেষে উভয় দলের মধ্যে সংঘর্ষ কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। দুই দলের নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে ফেরার পথে রেল গেইট এলাকায় উভয় দলের নেতাকর্মীরা মুখোমুখি হলে সংঘর্ষে জড়িয়ে পড়ে। জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফেরার পথে রেল গেইট সংলগ্ন এলাকায় পৌছা মাত্র বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। এতে আমাদের ১৫ নেতাকর্মী আহত হয়।
জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এক দফা দাবিতে শান্তিপূর্ণ ভাবে পদযাত্রা পালন শেষে আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা তাদের পদযাত্রায় হামলা চালায়।
খাগড়াছড়ি : সকালে খাগড়াছড়ি পৌর এলাকার শাপলা চত্বর, পৌরসভা গেইট, আরামবাগ মোড়, টাউন হল এলাকা ও বিএনপির দলীয় কার্যালয়ের আশপাশের এলাকায় আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের থেমে থেমে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে সংঘর্ষের সময় ১২ জনকে আটক করা হয়েছে।