শতক ছুঁইছুঁই গড়ে ব্রাডম্যানের পরই এই পাকিস্তানি তারকা

6
Spread the love

স্পোর্টস ডেস্ক।।

পাকিস্তান ও শ্রীলংকার মধ্যে চলমান টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন সৌদ শাকিল। কঠিন পরিস্থিতিতে ম্যাচের হাল ধরে খেলেছেন ২০৮ রানের অনবদ্য ইনিংস। শ্রীলংকার মাটিতে ডাবল সেঞ্চুরির দেখা পাওয়া একমাত্র পাকিস্তানি তিনি। এর আগে, লংকানদের মাটিতে সর্বোচ্চ ইনিংস ছিল মোহাম্মদ হাফিজের (১৯৬)। দ্বিতীয় সর্বোচ্চ ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন ইউনিস খান।

টেস্ট ক্রিকেটে কোনো পাকিস্তানি ক্রিকেটারের এটি ২৩তম ডাবল সেঞ্চুরির ঘটনা। ১১ ইনিংস পর শাকিলের রান এখন ৭৮৮। ১১ ইনিংস খেলে তার চেয়ে বেশি রান আর কোনো পাকিস্তানিই করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৭২০ রান করেন আবদুল্লাহ শফিক, তিনে জাভেদ মিয়াঁদাদ (৬৫৪)।

শাকিলের বর্তমান টেস্ট গড় এখন ৯৮.৫০। এই তালিকায় সবার ওপরে কিংবদন্তি ব্যাটার স্যার ডন ব্রাডম্যান। তার গড় ৯৯.৯৪। তিনে থাকা স্টিউয়ি ডেম্পস্টারের গড় ৬৫.৭২। বর্তমান ব্যাটসম্যানদের মধ্যে সেরা পাঁচ গড়ের আরেক খেলোয়াড় ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ৬৪.২৫ গড়ের ব্রুকের পরের স্থান সিডনি বার্নসের (৬৩.০৫)।

 

এদিকে, শাকিল দ্বিতীয় পাকিস্তানি ব্যাটার যিনি ঘরের বাইরে কোনো টেস্ট সিরিজ খেলতে গিয়ে ডাবল সেঞ্চুরি পেলেন। এর আগে, দেশটির কিংবদন্তি ব্যাটার জহির আব্বাস ১৯৭১ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েন।

শাকিলের ডাবল সেঞ্চুরিতে ভাঙল দুই বছর ধরে পাকিস্তানি কোনো ব্যাটারের ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ। সর্বশেষ ২০২১ সালের ৮ মে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন আবিদ আলি। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ২১৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

প্রথম ৬ ম্যাচের সবকয়টিতেই হাফ সেঞ্চুরি বা তার বেশি রানের দেখা পেয়েছেন শাকিল। এর আগে সুনীল গাভাস্কার, বাসিল বুচার, সাঈদ আহমেদ এবং বার্ট সাটক্লিফ এই রেকর্ড গড়েছেন। শাকিল যদি এর পরের ম্যাচেও হাফ সেঞ্চুরির দেখা পান, তাহলে বিশ্ব রেকর্ড গড়বেন তিনি।