প্রেমের ফাঁদে ফেলে প্রতারনা নারীসহ আটক দুই

16

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে কথিত ছাত্রলীগ নেতা রাব্বি নারীকে পুঁজি করে লোকের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন। আটককৃতরা রাব্বির সহযোগী হোসনে আরা প্রেমী (২৮) নামে এক নারী কে আটক করেছে পুলিশ। ১৮ জুলাই ভোর রাতে প্রেমির ভাড়াটিয়া বসতবাড়ি যশোর শহরের জেলরোড থেকে তাদেরকে আটক করা হয়। আটক মেহেদী হাসান রাব্বি যশোর শহরের রেল গেট হোটেল শাহারিয়ার পেছনে মনির হোসেনের ছেলে। ভুক্তভোগী যশোর সদর উপজেলার হালসা গ্রামের হযরত আলীর ছেলে ইউসুফ আলী অভিযোগ করে জানায়,হোসনে আরা প্রেমি আমাকে প্রেমের ফাঁদে ফেলে । গতকাল রাতে আমাকে মোবাইল ফোনে তার বাসায় ডেকে নিয়ে যায। আমি তার ঘোপ জেল রোডের বাসায় গেলে থ্রি কোয়াটার প্যান্ট পড়ে নগ্ন এবং অর্ধনগ্ন ছবি তোলে। পরে প্রেমী রাব্বি নামে এক ছাত্রলীগ নেতা সহ মোবাইলে ডেকে আনে। এ সময় রাব্বির নেতৃত্বে আমাকে অস্ত্রের মুখে মারপিট করে। আমার পকেটের থাকা ৯হাজার টাকা চিনিয়ে নেয়।এবং বিকাশে ১০ হাজার টাকা দিতে বাধ্য করে। এরপরেও আবার বিকাশে টাকা আনতে অব্যাহতভাবে চাপ দেয়। এ ঘটনায় আমি বাধ্য হয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করি। পরে পুলিশ তাদের আটক করেন।
জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মেহেদী হাসান রাব্বির নেতৃত্বে কয়েকটি মেয়ে রয়েছে বলে অভিযোগ আছে। রাব্বি ওই মেয়েদের দিয়ে বিভিন্ন লোকদের প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়া নেয়।এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাব্বি প্রেমী নামে দু’জনকে আটক করেছে।তাদের কাছ থেকে মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার ১৮ হাজার টাকা ও উদ্ধার হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।