স্পোর্টস রিপোর্টার||
পাকিস্তান, জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী দল। কিন্তু ভারতের বিপক্ষে এখন পর্যন্ত এই রেকর্ড নেই তাদের। ২০১২ তে প্রথম ও একমাত্র সিরিজটিতে ভারত জয় তুলে নিয়েছিল ৩-০তে। ১০ বছর পেরিয়ে আবারো ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে ইতিহাস গড়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
আজ তাদের সামনে আরেকটি ইতিহাসের সুযোগ। জিতলেই সফরকারীদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় নিশ্চিত হবে তাও এক ম্যাচ বাকি থাকতেই। তবে এ নিয়ে যে খুব অস্থির হয়ে আছে বা চাপ অনুভব করছে বাংলাদেশ নারী দল তাও নয়। মাঠে খেলে পরিকল্পনা বাস্তবায়ন করেই জিততে চায় তারা।
এজন্য প্রস্তুতিটাও সেরে নিয়েছেন তারা। দলের সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটার লতা মণ্ডল এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘আসলে প্রেশার বা আমরা খুব বেশি এক্সসাইটেড বিষয়টা এই রকম না।
আমরা আসলে ম্যাচ বাই ম্যাচ এগোতে চাচ্ছি। আমাদের যেটা সবসময় কথা হয়, ম্যাচ জিতি বা হারি যেহেতু কালকে ম্যাচ, আমরা সবসময় চিন্তা করি, ভালো ক্রিকেট খেলবো। তো ভালো খেলছি বিধায় রেজাল্ট কিন্তু ভালো আসছে। তো আমাদের চিন্তা ভালো ক্রিকেট খেলবো। ভালো ক্রিকেট খেললে রেজাল্ট এমনি আমাদের ফরে থাকবে।’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু সকাল সাড়ে ৯টায়।
তবে প্রতিপক্ষ ভারতকে কোনো ভাবেই ছোট করে দেখার কিছু নেই। তারা যেকোনো সময় নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে ম্যাচের ফল বদলে দিতে পারে। আবার নিজেদের ছোট দল ভেবেও মাঠে নামার কোনো কারণ নেই টাইগ্রেসদের। এমনটাই জানিয়ে লতা বলেন, ‘আসলে দেখেন উপরে বা নিচের বিষয় না। ইন্ডিয়া তো অবশ্যই ভালো দল। অবশ্যই আমরাও ভালো দল। তো এটা আসলে ডিপেন্ড করে সিচুয়েশনের ওপর। যারা খেলে আরকি। যেহেতু লাস্ট টি-টোয়েন্টি ও ফার্স্ট ওয়ানডেতে আমরা উইন করেছি তো স্বাভাবিক আমরা ভালো করতেছি বিধায় ভালো হয়েছে। ওদের থেকে বেটার ক্রিকেট খেলতেছি।’
চলতি শুরুর আগে ৫ ওয়ানডেতে ভারতের বিপক্ষে কোনো জয় ছিল না। তবে এবার প্রথম ওয়ানডে জয়ের পর সিরিজ জয়ের হাতছানিও বাঘিনীদের সামনে। আগামী দুই ওয়ানডের একটি জিতলেই সিরিজ হবে নিজেদের। ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে যা ভারতের বিপক্ষে প্রথম সিরিজ জয় হবে। আগামীকাল জিতেই উদ্যাপনটা করতে চায় কিনা বাংলাদেশ! অধিনায়ক তো বলেছিলেন উচ্ছ্বাস ও উদ্যাপন জমিয়ে রেখেছেন তারা বড় কিছুর আশায়। লতার কণ্ঠেও সেই আত্মবিশ্বাস। তিনি বলেন, ‘সিরিজ আসলে উইন করতে কে না চায়। আমরা আমাদের ভালো ক্রিকেট খেলবো, আমাদের প্রসেসে যাবো।
আল্টিমেটলি ভালো খেললে, রেজাল্ট আমাদের ফরে। আমরা চেষ্টা করবো, আমাদের বেস্ট ক্রিকেট খেলতে। যেহেতু আমাদের হোম গ্রাউন্ড।’
অন্যদিকে পেটের পীড়ায় প্রথম ওয়ানডে খেলতে না পারা স্বর্ণা আক্তার ফিরেছেন দলে। দ্বিতীয় ওয়ানডে খেলতে পারবেন কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। আগের ম্যাচে ব্যাটিংয়ে দশ জনের দল হয়ে গিয়েছিল স্বর্ণা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়। অন্যদিকে দলীয় সাফল্য আসলেও ব্যাটিংয়ে বাংলাদেশের দুর্বলতা চোখে পড়ার মতো। প্রথম ওয়ানডেতে ১৫৭ রান করে জয় এত সহজ ছিল না তা তাদের ভালো করেই জানা। এ নিয়ে যে বসে নেই দল তাও জানিয়েছেন লতা। তিনি বলেন, ‘শুরু থেকেই ব্যাটিং স্কিল নিয়ে আমরা অনেক কাজ করতেছি। আর কাজ করতেছি বিধায় ভালো হচ্ছে। আমাদের রান একটু ইম্প্রুভ করলে আমাদের জন্য ভালো। আমরা চেষ্টা করতেছি, কালকের ম্যাচে আমাদের ব্যাটারদের ভালো খেলার।’