ঢাকা অফিস।।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো। তবে কেউ যদি আমাদের একটা লাঠির বারি মারে, তাহলে আমরা দুইটা লাঠির বারি মারবো। আওয়ামী লীগের নিরীহ কোনো নেতা-কর্মীকে আমরা আঘাত করবো না। যারা আমাদের আঘাত করতে আসবে কেবল তাদের উপরই পাল্টা আঘাত করা হবে।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে নগরীর ভুবন মোহন পার্কে রাজশাহীতে পদযাত্রা পূর্বে সমাবেশে উদ্বোধনী বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, আপনি মুখে গণতন্ত্রের কথা বললেও, আপনি গণতন্ত্রকে হত্যা করেছেন এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা ঘিরে ফেলেছেন। আর সহ্য করা হবে না। পদযাত্রার ধুলোয় এ সরকারের পতন ঘটিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা করা হবে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বক্তব্য রাখেন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা।
পরে নগরের ভ্রমণমোহন পার্ক থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রা শেষ হয়।