গোপনাঙ্গে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাত: গুরুতর আহত বাবুল হাসপাতালে কাতরাচ্ছেন

43

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের মোড়েলগঞ্জে তর্ক-বিরোধের এক পর্যায়ে কৃষকের গোপনাঙ্গে ধারালো অস্ত্র (বাটালি) দিয়ে আঘাত করেছেন তার প্রতিপক্ষরা। এতে গুরুতর জখম হয়ে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছেন মোড়েলগঞ্জে বড়শিবাওয়া গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে কৃষক বাবুল শেখ(৪৫)। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মোড়েলগঞ্জের জব্বারের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত বাবুল শেখের স্ত্রী শারমিন বেগম ও ভাই বাহাদুর শেখ বলেন, মোড়েলগঞ্জের ‘জিলবুনিয়া পীরের’ জমিতে গরু চরানো নিয়ে বাবুল তার প্রতিপক্ষ রাজ্জাকের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন। ঝগড়ার এক পর্যায়ে রাজ্জাক তার হাতে থাকা ধারালো অস্ত্র (বাটালি/কাঠ কাটার কাজে ব্যবহৃত) দিয়ে বাবুলের গোপনাঙ্গে আঘাত করেন। পরে ডাক চৎকারে তাকে তার পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি বাবুলের গোপনাঙ্গে ১৪টি শেলাই লেগেছে বলে জানান আহত বাবুলের স্ত্রী শারমিন।

হামলাকারী প্রতিপক্ষ রাজ্জাক শেখ বাগেরহাট জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক। এ ঘটনার বিষয়ে অভিযুক্ত রাজ্জাক বলেন, আমাদের দুইজনের সাথে হাতাহাতি হয়েছে। ওই সময় পড়ে গিয়ে হয়তো বাবুল আঘাত পেয়েছেন। তাকে কোন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়নি বলে দাবী করেন রাজ্জাক।

এ বিষয়ে মোড়েলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান বলেন, ঘটনা সম্পর্কে কেউ থানায় কোন অভিযোগ করেননি। কোন অভিযোগ পাওয়া গেলে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।