বিনোদন ডেস্ক।।
অবসর সময়ে উইম্বলডন ম্যাচ দেখতে গিয়েছেন নিক-প্রিয়াংকা। ভিআইপি বক্সে বসে তারকাদম্পতির ম্যাচ উপভোগ করেন। কিন্তু তার ঠিক আগেই চলন্ত গাড়িতে তাঁদের ‘চুলোচুলি’র ভিডিও আসে সবার সামনে। তবে এই চুলোচুলি আসলে মারপিট নয়! অন্ধকার গাড়িতে যত্ন করে স্ত্রীর পনিটেল ঠিক করে দিচ্ছিলেন নিক। তিনি আদতেই যত্নশীল স্বামী।
প্রিয়াংকার বেশ খেয়াল রাখেন, তা অভিনেত্রী নিজেই অনেকবার জানান। তবে গাড়িতে তাদের এই ভিডিও দেখে মুগ্ধ অনুরাগীরা। ভিডিওতে দেখা যায়, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে প্রিয়াংকার পনিটেল ঠিক করে দিচ্ছেন নিক। আর স্বামীর সঙ্গে এই খুনসুঁটি উপভোগ করছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, শনিবার উইম্বলডন ওমেনস ফাইনাল ম্যাচ দেখতে যান নিক-প্রিয়াংকা। প্রতিবার নিয়ম করে এই খেলা দেখতে যান অভিনেত্রী।
এবারও তার অন্যথা হয়নি। মেয়ে মালতীকে বাড়িতে রেখেই স্বামীকে নিয়ে খেলা দেখতে গিয়েছিলেন। আর তার ঠিক আগে চলন্ত গাড়িতে যে কাণ্ড ঘটিয়েছেন সেটা প্রিয়াংকা নিজেই শেয়ার করেছেন।