পিএসজিতে এলে তোমার ‘তিনটি আঙুল কেটে ফেলব’

10
Spread the love

স্পোর্টস ডেস্ক।।

গত মৌসুমেই ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ক্লাবটিতে কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যতও অনিশ্চিত। তাইতো আক্রমণভাগে একজন খেলোয়াড় খুব করে চাইছে পিএসজি।

গুঞ্জন আছে, পিএসজির নতুন কোচ লুইস এনরিকের নিশানায় আছেন সার্বিয়ান ফরোয়ার্ড দুসান ভ্লাহোভিচ। জুভেন্টাস থেকে ২৩ বছর বয়সী এই তারকাকে উড়িয়ে আনতে চাইছেন এনরিকে। তবে এর ঘোর বিপক্ষে পিএসজি সমর্থকদের গ্রুপ ‘পিএসজি আলট্রাস’। দেয়া হয়েছে হুমকিও।

পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসের বাইরে একটি ব্যানার হাতে দাঁড়াতে দেখা গেছে ‘পিএসজি আলট্রাস’-এর কয়েকজন সদস্যকে। ব্যানারে লেখা, ‘যদি তুমি আসো, আমরা তোমার তিনটি আঙুল কেটে ফেলব।’

স্প্যানিশ গণমাধ্যম মার্কার দাবি, সার্বিয়ার একটি ম্যাচ শেষে ভ্লাহোভিচের তিন আঙুল দেখানোর কারণেই তিনটি আঙুল কেটে নেওয়ার বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ‘কসোভোর ওপর সার্বিয়ানদের আধিপত্য’ বোঝানোর জন্য এমন চিহ্ন ব্যবহার করা হয়। এছাড়া সার্বিয়াকে একীভূতকরণের জন্য যেসব গেরিলারা যুদ্ধ করছে তাদের চিহ্নও এটি। তিনি একটি টি-শার্টও পরেন যেখানে কসোভোকে সার্বিয়ার অধীন বোঝানো হয়।

 

পিএসজিতে আসা বা আসতে চাওয়া খেলোয়াড়দের ‘পিএসজি আলট্রাস’ হুমকি দিয়েছে এমন ঘটনা এবারই প্রথম না। এর আগে, বায়ার্ন মিউনিখ থেকে ৩৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পিএসজিতে আসেন লুকাস হার্নান্দেজ। এই ডিফেন্ডারকে নিয়ে পিএসজির সমর্থক গ্রুপ বলেছিল, সে এখানে স্বাগত না। এর কারণ ছিল, লুকাসের বাবা ছিলেন লিগ ওয়ানে পিএসজির প্রতিদ্বন্দ্বী মার্শেইয়ের খেলোয়াড়।