খুলনায় দুদকের আইনজীবীর লাশ উদ্ধার

34
Spread the love

স্টাফ রিপোর্টার।।
খুলনার বটিয়াঘাটার কাজিবাছা নদীসংলগ্ন হ্যাচারির পুকুর থেকে আইনজীবী লুৎফুল কবির নওরোজের (৫৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ছিলেন।
রোববার সন্ধ্যায় কাজিবাছা নদীর তেঁতুলতলা রিয়া হ্যাচারির পুকুর থেকে লাশটি উদ্ধার হয়। লাশের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

রূপসা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মো. নুরুল ইসলাম জানান, হ্যাচারির পুকুরটি কাজিবাছা নদীর সঙ্গে সংযুক্ত। নদীর জোয়ারের পানি পুকুরটিতে যায়। নদী থেকে লাশটি ভাসতে ভাসতে পুকুরে যেতে পারে বলে তিনি ধারণা করছেন। লাশের পকেট থেকে মোবাইল ফোন ও আইডি উদ্ধার হয়েছে। গত দুই-তিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।