উইম্বলডন জিতে কত কোটি পেলেন ২০ বছরের আলকারাজ

5

স্পোর্টস ডেস্ক।।

টেনিসের মেজর লিগ গ্রান্ড স্ল্যাম। তবে বাকি তিনটি টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেনের তুলনায় যুক্তরাজ্যে অনুষ্ঠিত ওপেন উইম্বলডন একটু আলাদা। কারণ, একমাত্র ঘাসের কোর্টে এখানেই খেলা হয়। সবচেয়ে প্রাচীন প্রতিযোগিতাও এটি। তাই, প্রত্যেক টেনিস খেলোয়াড়ের জন্যই উইম্বলডন জেতা বিশেষ কিছু। উইম্বলডন জয় খ্যাতি এনে দেয় বিশ্বজুড়ে। তবে শুধু খ্যাতি কিংবা শিরোপাই নয়, উইম্বলডনের প্রাইজমানিও চোখ কপালে তোলার মতো।

২০২৩ সালের উইম্বলডনে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। শিরোপা জিতে ২৩ লক্ষ ৫০ হাজার পাউন্ড বা ২৭ লক্ষ ৪০ হাজার ইউরো পকেটে পুরেছেন ২০ বছর বয়সী এই তারকা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা।

উইম্বলডন জেতা নারী এককের জন্যও সমপরিমাণ টাকা বরাদ্দ। ২০০৭ সাল থেকে নারী ও পুরুষের প্রাইজমানি সমান করা হয়। প্রত্যেক বছরই বাড়ে টাকার এই পরিমাণ। গত বছর শিরোপাজয়ীর জন্য প্রাইজমানি ছিল ২০ লক্ষ পাউন্ড। বিগত বছরগুলোতে বেশ কিছু আর্থিক সমস্যা থাকলেও, উইম্বলডনের প্রাইজমানিতে তার কোনো প্রভাব পড়েনি।

গত বছরের উইম্বলডনের মোট প্রাইজ মানি ছিল ৪ কোটি ৩ লক্ষ ৫০ হাজার পাউন্ড। এ বছর সেটি বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৪৭ লক্ষ পাউন্ড।

 

প্রসঙ্গত, রোববার রাতে ৪ ঘণ্টা ৪২ মিনিটের লড়াইয়ে জোকোভিচকে হারান আলকারাজ। প্রথম সেটে জোকোভিচ এগিয়ে থাকলেও দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান আলকারাজ। পরের সেটও জিতে নেন তিনি। সার্বিয়ান তারকা জোকোভিচও সহজে ছাড়ার নন, চতুর্থ সেট জিতে ম্যাচ টেনে নেন শেষ সেটে। তবে সেখানে আর পারলেন না তিনি। অসাধারণ জয়ে উইম্বলডনে চ্যাম্পিয়ন হন তরুণ স্প্যানিশ তারকা।