আন্তর্জাতিক ডেস্ক||
দক্ষিণ কোরিয়ায় ভারী বন্যা ও ভূমিধসে আজ শনিবার অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। এতে নিখোঁজ রয়েছে তিনজন এবং আহত সাতজন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, গত তিনদিন ধরে দেশটিতে তুমুল বৃষ্টিপাত চলছে। এতে করে ভূমিধসের ঘটনা ঘটেছে। দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, আজ সকাল ১১ টা পর্যন্ত এক হাজার ৫৬৭ জনকে উদ্ধার করা হয়েছে। মধ্যাঞ্চলীয় নর্থ চুংচেয়ং প্রদেশে একটি বাঁধ উপচে পড়ার কথাও প্রতিবেদনে বলা হয়েছে।
ভারী বৃষ্টির কারণে দক্ষিণ কোরিয়ার রেল চলাচলের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ কোরাইল সব ধীরগতির এবং দ্রুতগতির কয়েকটি বুলেট ট্রেনের চলাচল স্থগিত ঘোষণা করেছে।
এর আগে গতকাল শুক্রবার নর্থ চুংচেয়ংয়ে ভূমিধসের ঘটনায় রেললাইনের ওপর মাটি ও বালি ছিটকে আসার পর একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।
এতে অন্তত এক প্রকৌশলী আহত হয়েছেন। তবে ট্রেনটিতে সেইসময় যাত্রী পরিবহন না করায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে খবরে বলা হয়েছে।
সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী শনিবার হান ডাক-সু সেনাবাহিনীকে যৌথভাবে উদ্ধার অভিযানে নামার জন্য তলব করেছেন।