জাবের না ভন্দ্রোসোভা

4

ক্রীড়া ডেস্ক।।

দুজনের সামনেই প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের হাতছানি। টেনিসের ওপেন যুগে প্রথম অবাছাই খেলোয়াড় উইম্বলডনের নারী এককের ফাইনালে উঠেছেন ভন্দ্রোসোভা। চেক প্রজাতন্ত্রের তারকা কখনও অল ইংল্যান্ড ক্লাব আয়োজিত টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড পেরুতে পারেননি। ডব্লিউটিএ র?্যাংকিংয়ের ৪৮তম অবস্থানে থাকা ভন্দ্রোসোভা ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেন ফাইনালে উঠলেও হেরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টির কাছে। আজ উইম্বলনে নারী এককের ফাইনাল। কার হাতে উঠছে শিরোপা সেটার অপেক্ষা এখন।

২০২১ সালের অলিম্পিকে নারী টেনিসের এককে রৌপ্য জিতেছিলেন ভন্দ্রোসোভা। ২০২২ সালে কব্জির অস্ত্রোপচারের পর মাঠের বাইরে ছিলেন ছয় মাস।

অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডন ফাইনালে উঠেছেন ওন্স জাবের। র?্যাংকিংয়ের চারে থাকা তিউনিশিয়ার কন্যাকে ফেভারিট ধরা হচ্ছে। ২০২২ সালে উইম্বলডন ছাড়াও খেলেছেন ইউএস ওপেন ফাইনালে। কিন্তু উল্লাস করা হয়নি ট্রফি নিয়ে।

উইম্বলডনে ওন্স জাবের এবং মার্কেতা ভন্দ্রোসোভা, দুজনের সামনেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয়ের সুযোগ। ২০১৪ সালে পেত্রা কভিতোভা শেষবার চেকদের পক্ষে উইম্বলডন জিতেছেন। জাবের জিতলে সৃষ্টি হবে নতুন ইতিহাস। উইম্বলডনের ইতিহাসে কোনো তিউনিশিয়ান শিরোপা জেতেনি। র‌্যাংকিংয়ের ছয়ে থাকা জাবের নিশ্চয় চাইবেন না এই সুযোগ হাতছাড়া করতে।

সেমিফাইনালে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে জাবেরকে। বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা সহজে ছেড়ে কথা বলেনি জাবেরকে সেমিফাইনালে। তিউনিসিয়ার এই কন্যা প্রথম সেটে হেরে বসেন। দ্বিতীয় সেটে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে জিতে ঘুরে দাঁড়ান। ফলে তৃতীয় সেটটি হয়ে দাঁড়ায় ফাইনালের জন্য নির্ধারক। এই সেটেও সাবালেঙ্কা দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন। কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে ফেরেন জাবের। র‌্যাংকিংয়ের ছয় নম্বরধারী এই টেনিস কন্যা ৬-৭, ৬-৪, ৬-৪ গেমে বেলারুশের সাবালেঙ্কাকে হারিয়ে ফাইনালের টিকিট পান। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনাল জিততে তেমন কোনো বেগ পেতে হয়নি চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্দ্রোসোভাকে। সরাসরি দুই সেটে তিনি হারান ইউক্রেনের এলেনা সাভেতলোনাকে। অবশ্য সেমির ফেভারিট ছিলেন সাভেতলোনাই। কিন্তু সব হিসাবনিকাশ পাল্টে দেন ৪৮ নম্বর র‌্যাংকিংধারী ভন্দ্রোসোভা। সেমিতে দুই সেটে ৬-৩, ৬-৩ গেমে হারান সভেতলোনাকে। প্রথমবারের মতো গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছেন চেক প্রজাতন্ত্রের এই তরুণী। তার সামনে এই ফাইনালটি অবশ্যই বিশেষ কিছু। তিনি চাইবেন ফাইনালটি জিততে। এখন দেখার বিষয় আজ কার হাতে ওঠে উইম্বলডনের শিরোপা। ওন্স জাবের না মার্কেতা ভন্দ্রোসোভার।