দশম সন্তানের অপেক্ষায় সাবেক তারকা খেলোয়াড়

12
Spread the love

স্পোর্টস ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের সাবেক রাগবি খেলোয়াড় ফিলিপ রিভার্স ও তার স্ত্রী টিফানি তাদের দশম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। ৪১ বছর বয়সী রিভার্স এএল ডট কমকে জানিয়েছেন, তাদের ছেলে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। খবর নিউ ইয়র্ক পোস্টের।

এই দম্পতির ঘরে আগের ৯টি সন্তান রয়েছে, যাদের বয়স ৪ থেকে ২১। এদের মধ্যে ৭টি মেয়ে ও দুটি ছেলে আছে।

 

তাদের এক ছেলে আবার সেন্ট মাইকেল ক্যাথলিক কোয়ার্টারব্যাকের রাগবিতে নাম খেলাতে যাচ্ছেন। যেখানে আবার রিভার্স কোচ হিসেবে আছেন।

এর আগে ১৭ বছরের ন্যাশনাল ফুটবল লিগ ক্যারিয়ার শেষ করে ২০২১ সালে অবসরে যান রিভার্স।