খুলনার তারুণ্যের সমাবেশ হবে সরকার পতনের চুড়ান্ত কর্মসুচি: বকুল

27
Spread the love

খবর বিজ্ঞপ্তি।।

বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশ এখন ভয়ানক দুর্যোগ অবস্থায় আছে। গণতন্ত্র, মানবাধিকার, জনগণের ভোটাধিকার নেই, আর্থিক খাতে লুটপাট করে সব ফোকলা করে দেয়া হয়েছে। সাধারণ মানুষের খাবার নেই, সরকারি দল ছাড়া কারো পকেটে টাকা নেই। এরকম একটা অবস্থায় দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে বিএনপি। শুক্রবার (১৪ জুলাই) রাত ৮ টায় খুলনা জেলা আইনজীবী মিলনায়তনে খুলনা মহানগর ও জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বকুল আরো বলেন, গোটা জাতি গুরুত্বপূর্ণ সময় পার করছে। যে কোন সময় যেকোন ধরণের নির্দেশনা আসতে পারে সকলকে প্রস্তুত থাকতে হবে। দীর্ঘ ১৫ বছর যে দাবিতে বিএনপি আন্দোলন করেছে। সেই আন্দোলনের ফসল ঘরে তোলার সময় এসেছে। সারা বাংলাদেশের জনগণ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শেখ হাসিনা পতন এখন সময়ের ব্যাপার মাত্র। ১৭ জুলাই খুলনা বিভাগীয় শহরের প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্ত্বরে ‘তারুণ্যের সমাবেশ’ করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সেই সমাবেশ হবে সরকার পতনের চুড়ান্ত কর্মসুচি, ২২ জুলাই ঢাকায় তারুণ্যের সমাবেশ থেকে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।

মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি আরো বলেন, ২/৩দিনের নোটিশে গত ১২ জুলাই ঢাকায় সর্বকালের স্মরণীয় সমাবেশ থেকে অবৈধ সরকারের বিদায়ের দাবিতে একদফা আন্দোলনের ডাক দেয়া হয়েছে। চুড়ান্ত খেলা শুরু হয়ে গেছে। চলমান আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা আর মার খাবে না। যেখানেই বাধা আসবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেখানেই শাসক দলের সন্ত্রাসীরা রক্ত ঝড়াবে সেই স্পটেই প্রতিশোধ নিতে হবে। শেখ হাসিনা সময় শেষ উল্লেখ করে তিনি সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন যদি দলের কেউ অপতৎপরতায় এবং ষড়যন্ত্রে অংশীদার হওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে অবৈধ হাসিনা সরকারকে বিদায় করতে আর ঘরে বসে থাকলে চলবে না। শহীদ জিয়ার আর্দর্শের সৈনিকদের ঠিকানা এখন রাজপথ। রাজপথে থেকে চুড়ান্ত আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিদায় করতে হবে। বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে, যারা আন্দোলণ সংগ্রামে থাকবেন তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কে নেতা আর কে কর্মী সেটা এখন আর দেখার সময় নাই। আমরা সকলেই এখন বিএনপির কর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ পালন করাই প্রতিটি কর্মীর দায়িত্ব। বিজয়ের কাফেলায় খুলনা বিএনিপির নেতৃত্ব থাকবে সবার আগে উল্লেখ করে হেলাল আরো বলেন ‘তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’ এ স্লোগানে ইতোমধ্যে ৪টি তারুণ্যের সমাবেশ শেষ হয়েছে। ১৭ জুলাই খুলনার সমাবেশ ৫ম সমাবেশ আর ২২ জুলাই ঢাকার শেষ সমাবেশ থেকে অবৈধ হাসিনা সরকারকে বিদায় নিতে বাধ্য করা হবে। সকল বাঁধা বিপত্তি, হুমকি, ধামকি, অপপ্রচার, গুজব, আতংক, প্রতিবন্ধকতাকে মোকাবেলা করে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে যে কোনো মুল্যে আগামী ১৭ জুলাই খুলনায় বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে হবে। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সগ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, শফিকুল আলম তুহিন, এস এম মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, স ম আ রহমান, সাইফুর রহমান, সৈয়দা রেহেনা ঈসা, এস এ রহমান, অ্যাড. নুরুল হাসান রুবা, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, অধ্যাপক মনিরুল হক বাবুল, বদরুল আনাম খান, শেখ তৈয়েবুর রহমান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, এনামুল হক সজল

হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, মনিরুজ্জামান মন্টু, ফখরুল আলম, গাজী আবদুল হক, শেখ জাহিদুল ইসলাম, এ্যাড.মোমরেজুল ইসলাম, হাফিজুর রহমান মনি, খায়রুল ইসলাম খান, সাহিনুল ইসলাম পাখি,

আবু মোঃ মুরশিদ কামাল, এ কে এম শহীদুল আলম, আরিফ ইমতিয়াজ খান তুহিন, অ্যাডভোকেট মাসুম রশিদ, শেখ আজগর আলী, কে এম হুমায়ূন কবীর, মো. হাফিজুর রহমান, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, অ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল কবীর মিল্টন, জহর মীর, নাজির উদ্দিন নান্নু, মো. ইকবাল শরীফ, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আরিফ রহমান, আহসান উল্লাহ বুলবুল, খন্দকার ফারুক হোসেন, অ্যাড. মোহাম্মাদ আলী বাবু, শেখ জামাল উদ্দিন, আবু সাইদ হাওলাদার আব্বাস, সাইদুজ্জামান খান, গাজী আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, মল্লিক আবদুস সালাম, আব্দুস সালাম, আলমগীর হোসেন, হাবিবুর রহমান, নাজমুল হুদা চৌধুরী সাগর, গাজী আবদুল হালিম, মো. জাহিদুল ইসলাম, মিজানুর রহমান মিলটন, শামসুল বারিক পান্না, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, যুবদলের নেহিবুল হাসান নেহিম, এবাদুল হক রুবায়েত, স্বেচ্ছাসেবক দলের তৈয়েবুর রহমান, আতাউর রহমান রুনু, ছাত্রদলের ইস্তিয়াক আহমেদ ইস্তি, আব্দুল মান্নান মিস্ত্রি, তাজিম বিশ^াস, গোলাম মোস্তফা তুহিন, কৃষক দলের আক্তারুজ্জামান তালূকদার সজিব প্রমূখ।

সদর থানা বিএনপি: আগামী ১৭ জুলাই খুলনা মহানগর বিএনপির তারণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে সদর থানা বিএনপির প্রস্তুতি সভা গতকাল সন্ধ্যায় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা আহবায়ক কেএম হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মাহানগর বিএনপি’র সদস্য সচীব শফিকুল আলম তুহিন, বক্তব্য রাখেন সদস্য বেগ তানভীরুল আজম, আফসার উদ্দিন মাষ্টার, শ্রমিকদল নগর সদস্য সচিব শফিকুল ইসলাম, তাঁতীদল নগর সভাপতি আবু সাঈদ শেখ, ২৯নং ওয়ার্ডের আহবায়ক শফিকুল ইসলাম জলি,২৩নং আহবায়ক-কাজী কামরুল ইসলাম বাবাু,৩১ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ন আহবায়ক হুমায়ুন কবীর চৌধুরী,৩০ নং যুগ্ন আহবায়ক মতিউর রহমান বুলেট,২৭ নং শামিম মাহবুব,২৪ যুগ্ন আহবায়ক আরশাদ আলী,২১ নং যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম মাষ্টার, ২২ নং যুগ্ম আহবায়ক আলী হোসেন সানা,নগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাসিম,সদর থানা সেচ্চাসেবক দল সদর থানা আহবায়ক খাইরুজ্জামান সজিব,ছাত্রদলের আহবায়ক আহবায়ক শাকিল আহমেদ,।

আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি: আগামী ১৭ জুলাই খুলনা মহানগর বিএনপির তারণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আড়ংঘাটা ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ হান্নান মোড়লের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মানিক সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি বিপ্লবী আহবায়ক মোঃ মতলুবুর রহমান মিতুল, সভায় দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল সবাই একত্রিত হয়ে উক্ত সমাবেশ সফল করার প্রত্যয় ব্যক্ত করেন সভা শেষে আড়ংঘাটা বাজারে সর্বস্তরের জনগণের নিকট লিফলেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজাউর রহমান প্রিন্স ,রাসেলুজ্জামান রাসেল, গোলাম নবী অমল সরকার আকসির হোসেন সাজু, সাখাওয়াত শেখ ,মোল্লা সোহেল, মহিদুল ইসলাম ,মাহবুবুর রহমান, আলামিন লিটন, এহসানুল শিথিল , নারায়ণ মিশ্র,লেলিন শেখ ,ইখলাস মোড়ল ,সেলিম শেখ , শাজাহান বাদশা ,জাবির শেখ ,মাসুম রেজা, হাবিব শেখ ,আয়েশা বেগম, ফিরোজা খাতুন, আফরোজা বেগম ,মোমেনা খাতুন ,মুক্তি বেগম ,আখি বেগম, হৃদয়ে বিশ্বাস, মজিবর হাওলাদার ,শচীন মন্ডল ,আতিক হাসান, সিয়াম মোড়ল ,ঈমান শেখ , গোলাম রাব্বানী গাজী ,তুহিন শেখ প্রমূখ।