চুয়াডাঙ্গা পুলিশ সুপার দিলেল ফুলেল শুভেচ্ছা

7

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি।।

চুয়াডাঙ্গা জেলা হতে বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে চুড়ান্তভাবে ৭জন নিয়োগ প্রাপ্ত হয়েছেন। জেলা পুলিশ সুপার কতৃক ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে অফিস কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে চুয়াডাঙ্গা জেলা হতে ৭ চুড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছ। এসময় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন তাদেরকে গঠনমূলক পরামর্শ দেন।সকলের হাতে ফুলের তোরা তুলে দিয়ে অভিনন্দিত জানান।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ডিআইও-১, ওসি ডিবি, টিআই (প্রশাসন), অফিসার ইনচার্জ (সদর), ওসি এমটি, আরও-১, প্রমুখ।