মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি।।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে দর্শনা পৌর সভার২০২৩-২৪ বাজেট ঘোষনা করা হয়েছে। দর্শনা পৌর সভার মেয়র মোঃ আতিয়ার রহমান হাবু পৌর হলরুমে প্রস্তাবিত সম্ভাব্য এ বাজেটের আয় হিসেবে ২৬ কোটি ১লাখ ৩হাজার ৯শ১০টাকা ৪৯ পয়সা এবং সম্ভাব্য ব্যয় হিসেবে ২৫কোটি ৯৬ লাখ ১৫ হাজার ৮শ ৪৪ টাকা ঘোষনা করেন। এ সময় চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাহফুজুর রহমান মন্জু, আই এফ আই সি ব্যাংকের দর্শনা শাখা ব্যবস্থাপক সৌরভ হোসেন, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল,সাধারন সম্পাদক আহসান হাবিব মামুনসহ স্হানীয় সুধীজনেরা উপস্হিত থেকে বাজেটের উপর আলোচনা করেন।