সানিয়ার বোনের স্বামীও ক্রিকেটার, জানেন তিনি কে?

13
Spread the love

স্পোর্টস ডেস্ক।।

পাকিস্তান ক্রিকেট তারকা শোয়েব মালিককে বিয়ে করেছিলেন সানিয়া মির্জা, এটা মোটামুটি সবারই জানায়। সম্প্রতি তাদের দাম্পত্যে বিচ্ছেদের সুরও শোনা যাচ্ছে। তবে মজার ব্যাপার সানিয়ার মতো তার ছোট বোন আনাম মির্জাও এক ক্রিকেটারকে বিয়ে করেছেন। যদিও তিনি পাকিস্তানের নন, একজন ভারতীয়। খবর জিনিউজের।

এই ক্রিকেটার অবশ্য আনামের দ্বিতীয় স্বামী। তার আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। আনাম আসলে দ্বিতীয় স্বামী হিসেবে পেয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ আজহারউদ্দিনের ছেলে মোহাম্মদ আসাদউদ্দিনকে।

 

তাদের বিয়ে অবশ্য ২০১৯ সালে হয়েছে। তবে সম্প্রতি তারা একটি কন্য সন্তানের জনক-জননী হন। এই দম্পতি তাদের মেয়ের নাম রেখেছেন ‘দুয়া’। কিছুদিন আগে আনাম একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তার স্বামী মেয়েকে নিয়ে খেলছেন।

 

এদিকে, আসাদউদ্দিন বাবার পদাঙ্ক অনুসরণ করলেও তিনি অবশ্য নামি কোনো ক্রিকেটার হতে পারেননি। তিনি মাত্র দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।