পুরোনো মামলা নিষ্পত্তিতে হাইকোর্টে ৫টি বিশেষ বেঞ্চ গঠন

6

ঢাকা অফিস।।
পুরোনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির জন্য হাইকোর্টে ৫টি অন্তর্র্বতীকালীন বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। এসব বেঞ্চে বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারা মোতাবেক ২০২২ সাল পর্যন্ত ফৌজদারি বিবিধ মামলার শুনানি ও নিষ্পত্তি করা হবে।

বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশ প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী প্রধান বিচারপতি বেঞ্চ গঠন করে থাকেন।

বিশেষ বেঞ্চগুলো হচ্ছে, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এবং বিচারপতি মো.সেলিম ও বিচারপতি মো.রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ।