খুলনাঞ্চল ডেস্ক।।
চেক বংশোদ্ভূত ফরাসি ঔপন্যাসিক মিলান কুন্ডেরা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর।
বুধবার মিলান কুন্ডেরা লাইব্রেরি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
চেক প্রজাতন্ত্রে মিলান কুন্ডেরার নিজের শহরের অবস্থিত লাইব্রেরির মুখপাত্র আনা ম্রাজোভা এএফপিকে বলেন, ‘দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার মারা গেছেন মিলান কুন্ডেরা।’
তিনি জানান, প্যারিসে নিজের অ্যাপার্টমেন্টে মিলান কুন্ডেরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
‘দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিইং’ উপন্যাসের লেখক মিলান কুন্ডেরার জন্ম ১৯২৯ সালের ১ এপ্রিল চেক প্রজাতন্ত্রের ব্রনো শহরে। তিনি পড়াশোনা করেন প্রাগে।
১৯৭৫ সালে কমিউনিস্ট-শাসিত চেকোস্লোভাকিয়া থেকে স্থায়ীভাবে ফ্রান্সে চলে যান মিলান কুন্ডেরা। ১৯৮১ সালে তিনি ফ্রান্সের নাগরিকত্ব লাভ করেন।
একটি নিছক কৌতুকের জন্য এক তরুণকে বিশ্ববিদ্যালয় ও কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করার ঘটনা নিয়ে তার সাড়া জাগানো উপন্যাস ‘দ্য জোক’ প্রকাশিত হয় ১৯৬৭ সালে।
তিনি উপন্যাস লেখার পাশাপাশি ফরাসি কবি গুইলাম অ্যাপোলিনায়ারের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ অনুবাদ করেন। এ ছাড়া নিজেও কবিতা ও ছোট গল্প লেখেন।
কুন্ডেরা ফিল্ম স্কুলে শিক্ষকতাও করেন, যেখানে তার শিক্ষার্থীদের মধ্যে ছিলেন পরবর্তী সময়ে অস্কারজয়ী পরিচালক মিলোস ফোরম্যান।