অনূর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে রামপাল সদর চ্যাম্পিয়ন

16
Spread the love

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||

রামপালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপের ফাইনাল খেলায় রামপাল সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। বাইনতলা ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে রামপাল সদর ইউনিয়ন এ চ্যাম্পিয়নশীপ লাভ করে। বুধবার (১২ জুলাই) বিকাল পৌনে ৫ টায় উপজেলার শ্রীফলতলা মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার তুলে দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্লা আ. রউফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আরাফাত হোসেন কচি, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রধান শিক্ষক মতলুব হোসেন, রামপাল সরকারী ডিগ্রী কলেজের শরীর চর্চা শিক্ষক তাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক তুহিন বাদশা, এসআই রিফাজ উদ্দিন, জাকির হোসেন প্রমুখ। খেলায় ম্যান অব দ্য মাচ হয়েছে তন্ময়। একমাত্র গোলটি করে ইমন। খেলা পরিচালনা করেন, মো. হাফিজুর রহমান। তাকে সহযোগীতা করেন কামরুল ইসলাম ও শোখ বাচ্চুর রহমান।