রামপালে মাদক সহ ওয়ারেন্টভূক্ত ৫ আসামী গ্রেফতার

19
Spread the love

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
রামপাল থানা পু্লশি রবিবার (০৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে মাদকসহ ও ওয়ারেন্টভূক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদের সোমবার সকাল ১০ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক মামলার আসামীরা হলো উপজেলার সন্তোষপুর গ্রামের আ. হামিদ শেখের পুত্র নাহিদ শেখ (১৯) ও একই গ্রামের কিশোর সিফাতুল্লাহ (১৬)। রবিবার রাত সোয়া ১১ টায় খুলনা-মোংলা রেললাইনের উপরে এসআই খন্দকার আ. মবিন অভিযান পরিচালনা করেন। ওই সময় ৪৭ গ্রাম গাঁজাসহ নাহিদ ও কিশোর সিফাতুল্লাহ কে আটক করেন। তাদের বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। অন্য ওয়ারেন্টভূক্ত আসামীদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে সাজাপ্রাপ্ত আসামির ১ জন সিআর ও অপর ২ জন জিআর মামলার আসামী বলে পু্লশি জানায়। রবিবার রাতে রামপালের বিভিন্ন স্থানে অভিযান চালান এসআই ইসমাইল, এএসআই ফজলুল করিম, এএসআই মিঠুন কুমার ঢালী। ওই সময় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিরা গ্রেফতার হন। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম মাদকসহ এবং ওয়ারেন্টভূক্ত আসামীদের ধরা হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন।