দীপিকার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রণবীর

14
Spread the love

বিনোদন ডেস্ক।।

বেশ অনেকদিন ধরেই সরগরম বলিউড। শোনা যাচ্ছিল যে একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেই চলছেন বিটাউনের অন্যতম সেরা কাপল দীপবীর অর্থাৎ দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তাদের একসঙ্গে দেখতে পছ্ন্দ করে দর্শক, তা পর্দায় হোক বা পর্দার বাইরে। তবে রণবীরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা উইশ পোস্ট না করাতেই ঐ জল্পনায় পড়ে শিলমোহর। এবার এই জল্পনার অবসান ঘটালেন রণবীর সিং।

গত ৬ জুলাই ছিল রণবীরের জন্মদিন। সেই দিন সোশ্যাল মিডিয়া ভরে ওঠে শুভেচ্ছায়। শুধু একমাত্র দীপিকা তাকে কোনও শুভেচ্ছা জানাননি নেটপাড়া। এমনকী সেদিন কার্যত দেখাই যায়নি সোশ্যাল মিডিয়ায়। সেখানেই থেকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে রণবীর ও দীপিকার মধ্যেকার দূরত্বের খবর। কিন্তু অবশেষে জানা গেল আসল সত্যিটা। সবাইকে রীতিমতো চমকে দিয়ে জল্পনা, গুঞ্জন সব হাওয়ায় উড়িয়ে দিলেন রণবীর নিজেই। আসলে জন্মদিনে আলিবাগে ঘুরছিলেন দীপবীর।

 

জন্মদিনে ছোট্ট ভ্যাকেশনে আলিবাগে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। সেখানেই কোয়ালিটি টাইম কাটাচ্ছিলেন তারা। সোশ্যাল মিডিয়াকে নয়, রণবীরকেই গোটা দিনটা দিয়ে দিয়েছিলেন দীপিকা। সেখান থেকেই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সাদা কালো ছবি পোস্ট করেছেন রণবীর। সেই ছবিতে দেখা যাচ্ছে, বর্ষা উপভোগ করছেন দুই তারকা। সামনে বিস্তৃত জলরাশি আর একটি জাহাজে রয়েছেন তারকা দম্পতি। সেখান থেকেই বৃষ্টি চুটিয়ে উপভোগ করছেন তারা। দুজনের মুখে হাসিই জানান দিচ্ছে, একসঙ্গে তারা কতোটা সুখী।

সেই ছবি পোস্ট করে রণবীর লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ, জন্মদিনের শুভেচ্ছআর জন্য। সঙ্গে লাল হার্টের ইমোজি।’ এই ছবি পোস্টের কিছু ঘণ্টা পড়েই দীপবীরকে মুম্বই ফেরত আসতে দেখা যায়। পাপারাৎজিদের ফ্রেমবন্দি হন দুজনে। রণবীরকে দেখা যায় ফ্রন্ট সিটে আর দীপিকা ছিলেন ব্যাক সিটে।

প্রসঙ্গত, দীপিকা ও রণবীর দুজনেরই মুক্তির অপেক্ষায় রয়েছে ছবি। করণ জোহরের পরিচালনায় মুক্তি পেতে চলেছে রণবীর সিং-য়ের ছবি ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। আপাতত চলছে ছবির প্রচার পর্ব ও পোস্ট প্রোডাকশনের কাজ। ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে সেই ছবি।

অন্যদিকে সোমবার প্রকাশ্যে আসে দীপিকার আগামী ছবি ‘জওয়ান’ এর প্রথম ঝলক। পাঠানের সাফল্যের পর ফের শাহরুখের সঙ্গে দেখা যাবে তাকে। অন্যদিকে সম্প্রতি হৃত্বিকের সঙ্গে ফাইটারের শ্যুট শেষে করলেন দীপিকা। আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পাবে সেই ছবি। সূত্র: জিনিউজ