দিল্লিতে ৪০ বছরে রেকর্ড বৃষ্টি, নিহত ১২

13

আন্তর্জাতিক ডেস্ক।।

ভারতের রাজধানী দিল্লিসহ উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি অংশে গত দুই দিন ধরে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এতে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন আরও প্রবল বৃষ্টিপাত হতে পারে। খবর এনডিটিভির।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বলছে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ১৯৮২ সালের পর থেকে জুলাই মাসে দিল্লিতে একদিনে এতো বৃষ্টি কখনো হয়নি।

এ ছাড়া আইএমডি দিল্লিসহ হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব ও জম্মু-কাশ্মিরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির এক ফ্ল্যাটের ছাদ ধসে ৫৮ বছর বয়সী এক নারী নিহত হয়েছে। অন্যদিকে রাজস্থানে বৃষ্টিজনিত ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে।

 

আজ রোববার সকালেই উত্তর প্রদেশের মুজাফদারনগরে ভারীর বৃষ্টির কারণে বাড়ি ধসে এক নারী ও তার ছয় বছরের কন্যা মারা গেছে। হিমাচল প্রদেশের শিমলায় একই ধরনের ঘটনায় এক পরিবার থেকে তিনজন মারা গেছেন।

 

আইএমডি রাজস্থানের নয়টিরও বেশি জেলা- রাজসামন্দ, জালোর, পালি, আজমির, আলওয়ার, বাঁশওয়ারা, ভরতপুর, ভিলওয়ারা, বুন্দি, চিতোরগড়, দৌসা, ধৌলপুর, জয়পুর এবং কোটায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।