জামালের ঘটনায় দুঃখ পেয়েছেন মার্টিনেজ

11
Spread the love

স্পোর্টস রিপোর্টার।।

মাত্র ১১ ঘণ্টার সফরে ঢাকা এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার এই বাংলাদেশ সফর নিয়ে সমালোচনা কম হয়নি। বাংলাদেশে কোনও ফুটবলার সাক্ষাত পাননি এমিলিয়ানো মার্টিনেজের। এমনকি পাবলিক কোনো অনুষ্ঠানেও নেয়া হয়নি বিশ্বকাপ জয়ী তারকাকে। নিজেদের ব্যবসায়িক স্বার্থ হাসিলেই মার্টিনেজকে ব্যবহার করেছেন আয়োজকরা। তাদের ব্যর্থতার কারণেই বিমানবন্দরে চেষ্টা করেও মার্টিনেজের সাক্ষাত পাননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। হাত ছোঁয়া দূরত্বে থেকে তার দেখা করতে না পারার বিষয়টি কেউই ভালোভাবে নিতে পারেনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম সমালোচনা হয়নি।

তবে এমন ঘটনার পর কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের সঙ্গে জামালের কথা হয়েছে। রোববার বোনাসের অর্থ নিতে বাফুফেতে এসে জামাল সংবাদমাধ্যমকে বলেন, ‘শতদ্রু আমাকে ফোন করে ক্ষমা চেয়েছেন, বলেছেন যা হয়েছে তার জন্য আন্তরিকভাবে তিনি দুঃখিত। কলকাতার সবাই আমরা বিষয়টা জেনেছি।

 

তারা এ নিয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। মার্টিনেজ খুবই কষ্ট পেয়েছে আমার ঘটনায়। তাই আমার আর ছেত্রীর (সুনীল) জন্য জার্সি পাঠিয়েছে।’
তবে সেই জার্সি এখনও হাতে পাননি জামাল। অপেক্ষায় আছেন জানিয়ে জামাল বলেন, ‘জার্সি এখনও কলকাতায় আছে। শতদ্রু বলেছেন পরবর্তী কোনও অনুষ্ঠান হলে তিনি আমায় আমন্ত্রণ জানাবেন। তখনই সেই জার্সি আমার হাতে তুলে দেওয়া হবে।’