স্পোর্টস ডেস্ক।।
সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের। গতকাল চট্টগ্রামে পুরুষদের ওয়ানডেতে গতকাল শনিবার আফগানিস্তানের বিপক্ষে বড় হার দেখে বাংলাদেশ। খুলনায় চলছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলা। সেখানেও হারের বৃত্তে বাংলাদেশ। আজ রোববার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বড় হার দেখল বাংলাদেশের নারীরাও।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১১৪ রান তুলতে পারে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৭ উইকেট ও ২২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
মিরপুরের মাঠে নারী দলের খেলা দেখতে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচ শেষে অনুভূতি জানাতে গিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘হারের কারণে মন খারাপ কি না? মন তো খারাপ হবেই। এটা সবারই হয়। সারা দেশের মানুষেরই মন খারাপ।’
ওয়ানডে র্যাংকিংয়ে আফগানিস্তানের চেয়ে ভালো দল বাংলাদেশ। তাদের বিপক্ষেই প্রথম ম্যাচে ১৬৯ রান তুলে হার দেখে ৮ উইকেটে। দ্বিতীয় ম্যাচে দেখে ১৪২ রানের বিশাল ব্যবধানে হার। অন্যদিকে টি-টোয়েন্টিতে ভারতের নারী দলের তুলনায় বাংলাদেশের নারী দল অপেক্ষাকৃত দুর্বল। ভারতের দলে আছে স্মৃতি মান্ধানা, হারমানপ্রীত কৌরের মতো বিশ্বমানের খেলোয়াড়। মেয়েদের হারে একদমই হতাশ না পাপন।
প্রসঙ্গত, কয়েকদিন ধরে সারাদেশে ক্রিকেট নিয়ে আলোচনা তুঙ্গে। গত বৃহস্পতিবার আকস্মিক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ওপেনার তামিম ইকবাল। পরদিন তামিম, মাশরাফী বিন মুর্তজা এবং পাপনকে গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে পরে অবসর ভাঙেন তামিম।