ভারতকে হারালে ইতিহাস হবে: জ্যোতি

4

স্পোর্টস ডেস্ক।।

ঘরের মাঠে ভারতের নারীদের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। রোববার মিরপুরের হোম অব ক্রিকেটে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি। যেখানে টাইগারদের নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি।

শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘আমাদের বিশ্বাস আছে, আমরা তাদের (ভারত) বিপক্ষে ভালো ক্রিকেট খেলব। সবচেয়ে বড় কথা, সিরিজ জয় সবাই চায়। কারণ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের পতাকা ওড়ানোর মতো আনন্দের কোনো কিছু হতে পারে না।’

তিনি আরো বলেন, ‘আমরা পুরো দল জানি যে, এই মাঠে আমাদের জন্য ম্যাচ জেতা কতটা গুরুত্বপূর্ণ। সিরিজ জিতলে এটা অসম্ভব একটা গৌরবের ব্যাপার হবে এবং এটা ইতিহাস হয়ে থাকবে।’

কাজটা যে কঠিন, সেটাও অজানা নয় বাংলাদেশ দলের। মেয়েদের ক্রিকেটে, বিশেষ করে উপমহাদেশে অন্য দলগুলোর চেয়ে যোজন যোজন এগিয়ে ভারতের মেয়েরা।

বাংলাদেশ দলের কোচ হাসান তিলকরত্নের মতে, ‘কেন নয় (সিরিজ জেতা) ? কেন আমরা সিরিজ জিততে পারব না? আমাদের সব ধরনের অস্ত্রই আছে। আমরা সিরিজ জিততে পারি। ইতিবাচক থাকা গুরুত্বপূর্ণ।’

টি-২০ সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরেই। ১১ ও ১৩ জুলাই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচগুলো। এরপর একই মাঠে ১৬-২২ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।