আন্তর্জাতিক ডেস্ক।।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লিম্যানে অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত ছয়জন বেসামরিক লোক নিহত হয়েছে। দোনেতস্কের আঞ্চলিক গভর্নর পাভল কিরিলেঙ্কো এসব দাবি করেছেন। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কিরিলেঙ্কো বলেছে, শহরে রুশ বাহিনীর একাধিক রকেট হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় সকাল ১০টায় রাশিয়ান বাহিনী এসব হামলা চালিয়েছে।
এদিকে জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ৯ হাজারের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৫০০ শিশু রয়েছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫০০ দিনের মতো চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।