মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
সুইডেনে পবিত্র আল কুরআন পুড়ানোর ঘটনার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে পৌরসভার এলাকার বিভিন্ন মসজিদ থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের শাপলা চত্বরে এসে মিলিত হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি বিএলএস জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক ও কবরস্থান জামে মসজিদে খতিব মাওলানা আঃ রহমান, পৌর কেন্দ্রীয় বাজার জামে মসজিদে খতিব মাওলানা তৈয়বুর রহমান ও চালনা বন্দর মাদ্রাসা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দরা। কুরআন পুড়ানোর প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন উপজেলা ইমাম পরিষদ। প্রতিবাদ সমাবেশে কুরআন অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতসহ সুইডেন পণ্য বয়কটের ঘোষণার দাবীতে সকলের প্রতি আহবাণ জানান বক্তারা। সমাবেশে ইমাম-মুয়াজ্জিম ও আলেম-ওলামাসহ বিপুল সংখ্যক মুসল্লীরা অংশগ্রহণ করেন।